৩ মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে আন্দোলনে বিজেপি

0
36

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

তিন মাসের বিদ্যুতের বিল মকুবের দাবিতে আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। এর আগে কংগ্রেস থেকেও এই দাবিতে বিদ্যুৎ দপ্তরের ডিভিশন অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়েছিল। বুধবার মোহনবাটি এলাকার বিদ্যুৎ দফতরে এই দাবিতে বিক্ষোভ দেখালো জেলা বিজেপি নেতারা।

Protest | newsfront.co
নিজস্ব চিত্র

বিদ্যুৎ বিল মুকুবের দাবির পাশাপাশি সারা দেশে সমান হারে বিদ্যুৎ মাশুলের দাবিও তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। অবিলম্বে বিদ্যুৎ বিল মকুব না করা হলে জেলা অবরুদ্ধ করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।

আরও পড়ুনঃ বিকল্প পরিবহণ মাধ্যম হিসেবে ছাড়পত্র সাইকেলের! লেন তৈরির নির্দেশ

বিশ্বজিতবাবু বলেন, ‘লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়া মানুষদের তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে আমরা বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছি। অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে বিদ্যুতের মাশুল বেশি নেওয়া হয়। তাই দেশের অন্যান্য রাজ্যের মতোই বিদ্যুৎ মাশুল নির্ধারিত করার দাবি জানিয়েছি আমরা। এই দাবি মানা না হলে জেলা জুড়ে আন্দোলনে নামা হবে।’ আন্দোলনে জেলা অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন বিজেপির জেলা সভাপতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here