নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
পাঁচ মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে পথ অবরোধ করে রায়গঞ্জে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা। মুখ্যমন্ত্রীর কুশপুতুলও দাহ করা হয়। বিজেপির এই পথ অবরোধের জেরে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল পোড়ানো হয়েছে রায়গঞ্জে।
কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো তো দূরের কথা, সাম্প্রতিককালে রাজ্যে তা শোনা যায়নি। বুধবার সেই কাজ করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। পাঁচ মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে রায়গঞ্জে বিদ্যুৎ দফতরের ডিভিশন অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করল বিজেপি।
আরও পড়ুনঃ ৬ বছর পর পুলিশের জালে দিনহাটা খুনে অভিযুক্ত মহিলা
বুধবার রায়গঞ্জের নেতাজী সুভাষ রোডে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচিতে অংশ নেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, যুব মোর্চার রাজ্য সহ সভাপতি সৌগত বাগচী সহ জেলা বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা। পথ অবরোধের মাঝেই বিজেপি কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান।
আরও পড়ুনঃ লকডাউনে বিষপান, ৪ দিন চিকিৎসার পর জ্যেষ্ঠ সন্তান-সহ মৃত্যু রিজেন্ট পার্কের বৃদ্ধার
বিজেপির এই পথ অবরোধ আন্দোলনে যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে রায়গঞ্জ শহর। বিজেপির যুব মোর্চার রাজ্য সহ সভাপতি সৌগত বাগচী বলেন, ‘লকডাউনের কারণে মানুষের বিদ্যুৎ বিল দেওয়ার মতো আর্থিক ক্ষমতা নেই। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি পাঁচ মাসের বিদ্যুৎ বিল মকুব করতে হবে।’
তিনি আরও বলেন, ‘অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল নেওয়া হয়। শুধু পাঁচ মাসের বিদ্যুৎ বিল মকুবই নয়, সারা দেশে একই হারে বিদ্যুৎ বিল নেওয়ার দাবিও জানানো হয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584