নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
এবার রেশন দুর্নীতির অভিযোগ উঠল খোদ তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ ১ গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে উত্তাল হয়ে ওঠে নন্দীগ্রামের বিভিন্ন এলাকা। ওই পূর্ত কর্মাধ্যক্ষের গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি।
অভিযোগ উঠেছে, তৃণমূলের ওই পূর্ত কর্মাধ্যক্ষ একাধিক সাধারণ মানুষের রেশন কার্ড নিয়ে তাদের রেশন দ্রব্য আত্মসাৎ করে চলেছেন। এরই বিরুদ্ধে অভিযুক্ত পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভে শামিল হলেন বিজেপির নেতা কর্মীরা।
রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মূল উত্থানে অন্যতম ভূমিকায় ছিল এই নন্দীগ্রাম। নন্দীগ্রাম থেকে জয়ী হয়ে মন্ত্রী হয়েছেন রাজ্যের হেভিওয়েট তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। আর সেই নন্দীগ্রামই এবার দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফুঁসছে। মূল অভিযুক্ত সঞ্জয় দিন্ডা নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। তার বিরুদ্ধে বছরের পর বছর সাধারণ মানুষের রেশন নিয়ে কারচুপি করার অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ পরিযায়ী পাখিদের নিয়ে পর্যটন কেন্দ্র তৈরির দাবি গোয়ালপোখরে
অভিযোগ, তিনি ৮১ টি পরিবারের রেশন কার্ড তিনি নিজেই রেখে দিয়েছেন। আর সেই সমস্ত কার্ডের রেশন দ্রব্য তিনি নিজে আত্মসাৎ করছেন। যার ফলে লকডাউনের মাঝেও গরিব-দুঃস্থ সাধারণ মানুষ রেশন দ্রব্য থেকে বঞ্চিত হচ্ছেন। এর প্রতিবাদে কয়েক দিন আগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় মানুষ ও বিজেপি কর্মীরা। গ্রেফতারের দাবি জানিয়েছিলেন তারা। এরপর অভিযুক্ত সঞ্জয় দিন্ডাকে প্রশাসনের তরফ থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ
কিন্তু তাকে এখনো পর্যন্ত গ্রেফতার না করার জন্য এদিন অবস্থান বিক্ষোভে শামিল হন বিজেপি কর্মীরা। এদিন বিজেপি কর্মীদের পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ আটকে দেওয়ায় প্রায় ৫০০ মিটার আগে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে জোর তর্ক-বিতর্ক লেগে যায় তাদের। বিক্ষোভকারীরা দাবি, সঞ্জয় দিন্ডাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ- সভাপতি বলেন, “অভিযুক্ত সঞ্জয় দিন্ডাকে গ্রেফতারের জন্য আমরা প্রশাসনকে এক সপ্তাহ সময় দিচ্ছি। এক সপ্তাহের মধ্যে যদি না গ্রেফতার করা হয় আমরা গোটা নন্দীগ্রাম জুড়ে বৃহত্তর আন্দোলনে নামব।’অন্যদিকে পঞ্চায়েত সমিতির জন সাস্থ্য কর্মাধ্যক্ষ পরিতোষ জানা বলেন, “প্রকৃতপক্ষে তদন্তে যদি এই ধরনের বিষয় উঠে আসে তাহলে নিশ্চয়ই তার শাস্তি হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584