নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনে রায়গঞ্জ শহরবাসীকে সামাজিক দূরত্ব মেনে চলার বার্তা দিতে এর আগে রাস্তায় ‘যমরাজ’ সাজিয়ে নামিয়েছিলেন জেলা বিজেপি নেতৃত্ব।
এবার রেশন দূর্নীতি নিয়ে অভিনব ‘রূপসজ্জা’ বের করলেন তারা। রূপসজ্জার ‘থিম’টা এরকম, রেশন ডিলাররা চাল চুরিতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। বিজেপির অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা চাল চুরি করছে।
এমন অভিযোগ তুলে নকল চোর, পুলিশ সাজিয়ে রায়গঞ্জে মিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। শনিবার দলের জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে। জেলা বিজেপির সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব এদিনের মিছিলে পা মেলান।
আরও পড়ুনঃ চা শ্রমিকদের খাদ্যসামগ্রী বিলি তৃণমূল শ্রমিক সংগঠনের
জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার দেশের গরীব ও দুঃস্থ মানুষদের জন্য রাজ্য সরকারের মাধ্যমে রেশন ব্যবস্থা করেছেন।
রাজ্যের শাসকদলের নেতারা সেই রেশনের চাল এফসিআই থেকে চুরি করে নিজেদের পকেট গোছাচ্ছে। তৃণমূল নেতাদের এই চুরি ও দুর্নীতির প্রতিবাদ জানাতেই এই ধরনের অভিনব বিক্ষোভে শামিল হয়েছে বিজেপির কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584