শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হল বিজেপির দলীয় কর্মীসভা। শুক্রবার এই কর্মীসভার আয়োজন করা হয়েছিল গঙ্গারামপুর কালীতলায়, বিজেপির দলীয় কার্যালয়ে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন,সহ সভাপতি প্রদীপ সরকার,জেলা বিজেপির জেনারেল সেক্রেটারি স্বরূপ চৌধুরী,গঙ্গারামপুর টাউন মন্ডল সভাপতি মণিরত্ন সাহা সহ দলীয় নেতা কর্মীরা।
আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে তৃণমূল-বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলি। কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। প্রসঙ্গত করোনা মোকাবিলায় গোটা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে চলছে লকডাউন।
আরও পড়ুনঃ শুরু হল গঙ্গারামপুর থানার পুলিশের লালার নমুনা সংগ্রহের কাজ
লকডাউন কিছুটা শিথিল হতেই ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি। দফায় দফায় জেলায় চলছে দলীয় কর্মীসভা। সেই মত শুক্রবার গঙ্গারামপুর কালীতলায় অনুষ্ঠিত হল বিজেপির দলীয় কর্মীসভা। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন সহ দলীয় নেতা কর্মীরা।
এদিনের এই কর্মীসভা থেকে দলকে কিভাবে আরও শক্তিশালী ও মজবুত করা যায় সেই নিয়ে আলোচনা করা হয় দলীয় কর্মীদের মধ্যে বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584