সুদীপ পাল,বর্ধমানঃ
বিজেপির বুথ প্রেসিডেন্টকে গুলি করে হত্যার অভিযোগ উঠল এ রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। জানা যায়,গতকাল কাঁকসার মলানদিঘি অঞ্চলের স্বরস্বতীগঞ্জের জঙ্গলে বিজেপি কর্মীদের উপর রাত্রি আটটা ত্রিশের দিকে একদল দুষ্কৃতী আচমকা হামলা করে৷ এতে রূপগঞ্জের সন্দীপ ঘোষ নামে এক কর্মী মারা যায় ও অনেকে আহত হয়৷সন্দীপ তার এক বন্ধুর বাইকে ছিলেন। দুষ্কৃতীরা গুলি ছুড়তে শুরু করলে গুলি লাগে সন্দীপের কানে। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে সন্দীপকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সন্দীপ মানে বাপী মাইকেল মধুসূদন কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। বাবা বিজয় ঘোষ এক সময় তৃণমূল করতেন। তিনি বলেন, ‘১২ বছর অঞ্চল সভাপতি ছিলাম।এখনো আমি তৃণমূল করি তবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আজ দলে একঘরে হয়ে গিয়েছি। আমি ৯৮ সাল থেকে তৃণমূল করছি আর আমার ছেলেকে বিজেপি করার অপরাধে খুন করলো তৃণমূল।’
ফটোগ্রাফি শখ ছিল সন্দীপের।বাড়িতে জানিয়েছিল ফিরবে না বিয়ে বাড়ি যাচ্ছে।কিন্তু আচমকা এই দুর্ঘটনার খবরে স্তম্ভিত পরিবার।বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোরুই বলেন,”আমাদের কর্মীরা বাড়ি ফেরার সময় তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করে। ঘটনাস্থানে বাবুল সুপ্রিয়,লকেট চট্টোপাধ্যায়,সায়ন্তন বসু আসছেন।স্থানীয় পুলিশের উপর আমাদের ভরসা নেই।”
আরও পড়ুন: বকখালিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584