সিএএ-র সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রা শিলিগুড়িতে

0
116

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

support caa| newsfront.co
অভিনন্দন যাত্রা। নিজস্ব চিত্র

মঙ্গলবার শিলিগুড়িতে সিএএ এর সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রা সম্পন্ন হল। এদিন মিছিলটি শুরু হয় বাঘাযতীন পার্ক থেকে। এরপর মিছিলটি শহর শিলিগুড়ির বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এয়ারভিউ মোড় হয়ে শেষ হয় মাল্লাগুড়িতে।

support caa1| newsfront.co
নিজস্ব চিত্র

এই মিছিটিতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবিশ, বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ, রাজু ব্যানার্জি, রাহুল সিনহা, কোচবিহারের সাংসদ প্রামাণিক, দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত, জয়ন্ত রায়, আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা, সুকান্ত মজুমদার, খগেন মুর্মু সহ একাধিক নেতা কর্মীরা। এই মিছিলে যোগ দেন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,রায়গঞ্জ, কোচবিহার সহ বিভিন্ন স্থান থেকে আসা মানুষ।

bjp support caa| newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃকোচবিহারে গাঁজা চাষ বন্ধের অভিযানে সফল জেলা পুলিশ

অপরদিকে এই মিছিটি ঘিরে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শহর শিলিগুড়িতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here