শ্যামল রায়, কালনাঃ
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় সারা বাংলা যখন তোলপাড় সেই সময় বিজেপি পাল্টা প্রচারে নামার সিদ্ধান্ত নিল কালনা কাটোয়া মহকুমায়।
শনিবার পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য বিজেপি নেতা শিব কৃষ্ণ ঘোষ জানালেন যে এনআরসি ইস্যু নিয়ে বিজেপি ব্যাকফুটে চলে গিয়েছে– এটা যদি শাসকদল মনে করে, তাহলে ভুল হবে। তৃণমূলের প্রচারের পাল্টা প্রচারে নামা বিজেপি সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরও পড়ুনঃ নাগরিকত্ব(সংশোধনী) আইনের প্রতিবাদে ঝাড়গ্রামে তৃণমূলের ধরনা অবস্থান
গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ছোট ছোট বৈঠকের মধ্য দিয়ে কোমর বেঁধে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই এই অভিযান শুরু হয়ে যাবে। শুরু হবে নিচু স্তরের কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক।
কালনা, কাটোয়ার বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় নেতাদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক শেষ করে ফেলেছেন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ। কালনা শহরের বিজেপি নেতা সুশান্ত পান্ডে জানিয়ে দিয়েছেন যে লোকসভা নির্বাচনে তাঁরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় শহরে লিড দিয়েছেন।
আরও পড়ুনঃ দুঃস্থদের কম্বল বিতরণ, বনভোজন
সুশান্ত পান্ডে এ দিন আরও বলেন, শাসক দলের নেতারা হয়তো ভাবছেন আগামী দিন তৃণমূলের জয়জয়কার হবে। তবে এসব ভাবার সময় এখন আসেনি।
আমরা দলের কর্মী নেতাদের সাথে ভোটারদের সাথে কথা বলেছি লোকসভা নির্বাচনে যেভাবে আমাদের ভোটাররা ভোট দিয়েছেন আগামী পৌরসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে ভোট পড়বে বিজেপির পক্ষে।
তাঁর মতে, সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে ফেলছেন শাসক দলের নেতারা। তাই তাঁরা গণতান্ত্রিক পথে আন্দোলনে নেমে শান্তির বার্তা দিতে পথে নামবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584