বিজেপির মিছিল কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শিলিগুড়িতে

0
57

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

শিলিগুড়িতে বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চার ডাকা মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল । এদিন মিছিলটি শুরু হয় শিলিগুড়িরর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে সুইমিং পুলের সামনে থেকে। এরপর মিছিলটি হাসমিচকের কাছে পৌঁছাতেই মিছিল আটকাতে আগে থেকেই মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

people | newsfront.co
নিজস্ব চিত্র

এবং সাথে সাথে ব্যারিকেডের ও ব্যবস্থা রাখা হয় । এরপর মিছিলটি হাসপাতাল মোড় পার করে প্রথম ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে গেলেই শুরু হয় পুলিশ ও বিজেপি কর্মীদের সঙ্গে ধ্বস্তাধস্তি। এরপর মিছিল থেকে বেশ কিছু বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল,রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু,বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ সহ বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার নেতা- কর্মীরা।

bjp | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর হাসমিচক মোড়ে বিজেপি মহিলা মোর্চার সদস্যদের নিয়ে রাস্তায় বসে পড়েন অগ্নিমিত্রা পাল। রাস্তাতেই তাদের মিছিল আটকে দেয় পুলিশ। যদিও মিছিলের পুলিশি অনুমতি না থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি প্রচুর মহিলা পুলিশও মোতায়েন করা হয় এই দিন । এই বিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন যে, “রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। নারী নির্যাতন বেড়েছে।

protest | newsfront.co
প্রতিবাদ ৷ নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্বেও এখানে রাজ্যে যিনি নারী ও শিশু রক্ষার অধিকার কমিশনের দায়িত্বে আছেন তিনি নির্যাতিতার সম্পর্কে মৃত বা আত্মহত্যা কারিনীর সম্পর্কে যা কুরুচিকর মন্তব্য করেছেন। তার প্রতিবাদেই আমাদের বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মিছিল সংগঠিত করা হয়েছে ।

আরও পড়ুনঃ বিরোধী দলনেতার দেওয়া অ্যাম্বুলেন্স তিনবছর ধরে অব্যবহৃত অবস্থায় বিডিও অফিসে, উঠছে অভিযোগ

আমরা মিছিলের জন্য পুলিশি অনুমতি চেয়েছিলাম কিন্তু তা দেওয়া হয়নি । জনগণ প্রয়োজনে ব্যারিকেড ভেঙে দেবে। নেহাত করোনা পরিস্থিতি আছে বলে হয়তো আমরা কিছুটা সংযত আচরণ করছি। গনতন্ত্রের আসল ঢেউ করোনা পরিস্থিতির পর পুলিশ বুঝতে পারবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here