সুদীপ পাল, বর্ধমানঃ
রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল অর্থাৎ সিএবি। সিএবি-র বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের প্রতিবাদে পথেও নামছেন। যদিও রাজ্যের বিজেপির দফতরগুলোতে বিল পাশ করার পর রীতিমতো উৎসব চলছে। বর্ধমানের আসানসোল দুর্গাপুরে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মিছিল এবং পথসভা করা হচ্ছে।
আরও পড়ুনঃ এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলেও সংশয় মিন চাষিদের ভবিষ্যৎ নিয়ে
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল আহাদ বলেন, মোদি এবং অমিত শাহ যে কৌশলে রাজনীতি করছেন তাতে ভারতের ধর্মনিরপেক্ষতা নষ্ট হচ্ছে। একই কথা বলছেন গলসির প্রান্তিক চাষি শেখ সুরাবউদ্দিন। পারস্পরিক বিশ্বাস নষ্ট হচ্ছে বলে তিনি মনে করেন।
যদিও বিজেপি নেতা লক্ষণ ঘড়ুইয়ের মতে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীরা নাগরিকত্ব পাচ্ছে এই বিলে। এজন্য তিনি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584