বীরভূমে বিজেপিতে ভাঙন, যোগ তৃণমূলে

0
68

পিয়ালী দাস, বীরভূমঃ

বীরভূম বিজেপিতে ভাঙন অব্যাহত। যত বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ধীরে ধীরে ততই ফাটল ধরেছে বিজেপির সংগঠনে। ইলামবাজার, সিউড়ি, দুবরাজপুর, লোকপুর, খয়রাশোল, বোলপুর সহ বীরভূমের বিভিন্ন বিধানসভা এলাকায় একের পর এক বিজেপির জেলা স্তরের নেতারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে।

people | newsfront.co
যোগদান। নিজস্ব চিত্র

শনিবার বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং প্রাক্তন সভাপতি গৌতম গোলছা সহ ৫০ জন সক্রিয় বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে পতাকা তুলে দেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা। লোকসভা নির্বাচনের পরে বিজেপিতে যোগদানের একটা হিড়িক উঠেছিল। কিন্তু এক বছর যেতে না যেতেই ফের বিজেপি ছেড়ে তৃণমূল মুখী হচ্ছে বিজেপি কর্মী থেকে সাধারণ মানুষ।

tmc flag | newsfront.co
নিজস্ব চিত্র

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিভিন্ন কর্মীসভায় দেখা যাচ্ছে বিজেপি থেকে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তাদের সাথে কথা বলে জানা যাচ্ছে মূলত তিনটি বিষয়ে বিজেপির উপর থেকে সাধারণ মানুষ ভরসা হারাচ্ছে। প্রথমত, লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে প্রতিশ্রুতি সাধারণ মানুষের জন্য দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি পূরণ হয়নি। উল্টে সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। অর্থনীতি ভেঙে পড়েছে। একশ্রেণীর মানুষের হাতে দুবেলা ভালোভাবে খাবার জন্য টাকা নেই।

women | newsfront.co
নিজস্ব চিত্র

দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ধর্মের বিভাজন তৈরি করেছে বিজেপি তা সাধারণ মানুষকে বিব্রত করছে। হিন্দুত্বের জিগির তুলে হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে বিজেপি। মানুষের সঙ্গে মানুষের বিভেদ বাড়ছে, দূরত্ব বাড়ছে, হিংসার আশ্রয় নিচ্ছে যুবসমাজ। তাই বীতশ্রদ্ধ হয়ে মানুষ বিজেপি থেকে মুখ ফেরাচ্ছে। তৃতীয়ত, যে দুর্নীতির চিত্র রাজ্যের মানুষকে দেখিয়ে লোকসভা নির্বাচনে বিজেপি লাভের ফসল ঘরে তুলেছিল সেই দুর্নীতিবাজ তৃণমূল নেতাদের সম্মুখে এনে ফের আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য দখলের স্বপ্ন দেখছে বিজেপি।

আরও পড়ুনঃ ৬ অক্টোবর নবান্ন অভিযান বিজেপি’র যুব মোর্চার

যা অত্যন্ত লজ্জাজনক। যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের দুর্নীতির গল্প শুনিয়ে রাজ্যের মানুষের মন জয় করেছিল বিজেপি সেইসব নেতাদেরকেই কাজে লাগিয়ে ২০২১ সালের ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। এটা কিছুতেই মানা সম্ভব নয়, দাবি বিজেপির রাজ্য কমিটির সদস্য গৌতম গোলছার। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল অবশ্য দাবি করেছেন, বিধানসভা নির্বাচন আসার আগেই বীরভূমে সাফ হয়ে যাবে বিজেপি।

প্রার্থী খুঁজতে হিমশিম খাবে বিজেপি। অনুব্রত মণ্ডলের এই তথ্য উড়িয়ে দিয়ে বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মণ্ডল দাবি করেন, “অনুব্রত বাবু ভাবতে পারেন অনেক কিছু, কিন্তু ফল ঘোষণার পর দেখবেন উনার সমস্ত ভাবনা উল্টে গেছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here