নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মাদারিহাট বীরপাড়া ব্লকে ফের বিজেপিতে ভাঙ্গন ধরাল তৃণমূল কংগ্রেস। এবার বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। এদিন তৃণমূলের এক সভায় বীরপাড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের দলমোরের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য মুনু তামাং তার সমর্থকদের নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ব্লক কোর কমিটির চেয়ারম্যান পদম লামা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সঞ্জীব দত্ত, কার্যকরী সভাপতি সঞ্জয় লামা, ব্লক যুব কার্যকরী সভাপতি বিশাল গুরুং, বীরপাড়া ২ নং অঞ্চল সভাপতি বিষ্ণু ঘাতাতি সহ অন্যান্য নেতৃত্ব।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত বর্ধমানের ভারত সেবাশ্রম সংঘের মহারাজ
তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে পঞ্চায়েত সদস্য মুনু তামাং জানান, “উন্নয়নের স্বার্থে তার তৃণমূল কংগ্রেসে যোগ দান।” অপর দিকে একই ব্লকের রাঙালিবাজনার অঞ্চল সভাপতি সম্প্রতি ঘোষিত হবার পর অতি সক্রিয় হয়ে উঠেছে তৃণমুল কংগ্রেস। পুরনো কর্মীরা ফের সক্রিয় হয়ে উঠেছে। ফলে বিজেপির উত্থান কিছুটা হলেও ধাক্কা খাবে বলে রাজনৈতিক মহলের ধারনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584