নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
জঙ্গলমহলের সক্রিয় রাজনীতিতে ছত্রধর মাহাতো ! বুধবার গোপীবল্লভপুর ১নম্বর ব্লকের গোপীবল্লভপুর বাজার এলাকায় হাটিবাড়ি রাস্তায় গোপীবল্লভপুর ১নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীসভা হয়। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতো।
গোপীবল্লভপুর ব্লকের সাতমা গ্রাম পঞ্চায়েতের সাতমা গ্রাম থেকে প্রায় ৩০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে তৃণমূলের দাবি। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ছত্রধর মাহাতো। ছত্রধর মাহাতো এদিন বলেন, “আমাদের দল বা তৃণমূল কংগ্রেস এখানে অনেকখানি পিছিয়ে পড়েছে। আজকের এই উৎসাহ দেখে আমার মনে হয় পিছিয়ে পড়া বলে কিছু হয় না। কারণ মানুষই গড়তে পারে, তৈরি করতে পারে ,মানুষই পরিবর্তন আনতে পারে।”
ছত্রধর মাহাতো-র এই কথাতেই উঠে আসে তিনি তৃণমূল কর্মী। টানা দশ বছর জেল খাটার পর এবছরের ২রা ফেব্রুয়ারি জেল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ছত্রধর মাহাত। সেদিন ছত্রধর মাহাতো বলেছিলেন তিনি এই মুহূর্তে সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন না।
আরও পড়ুনঃ সামাজিক দূরত্ব মানার বালাই নেই, রাজনৈতিক কর্মসূচিতে মেতে সব দল
অনেকদিন পর মুক্ত আকাশ দেখলেন এখন কিছুটা সময় পরিবারের লোকের সঙ্গে কাটাতে চাই। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষকের দায়িত্বে থাকায় বারেবার ঝাড়গ্রাম এসেছেন। সেই সময় ছত্রধর মাহাতো ও তার স্ত্রী নিয়তি মাহাতো একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক করেছেন।
আরও পড়ুনঃ নতুন করে রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে হওয়া লকডাউনকে সমর্থন দিলীপ ঘোষের
কিছুদিন আগে ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাতো পশ্চিমবঙ্গ সরকারের নারী ও সমাজ কল্যাণ দফতরের কমিটির স্থায়ী সদস্য হিসেবে নিযুক্ত হন। তারপরে এদিন তৃণমূলের কর্মী সভায় যোগদান পর্বের পর ছত্রধর মাহাতো-র এই বক্তব্যকে কেন্দ্র করে জঙ্গলমহলে শুরু হয়েছে তুমুল জল্পনা। তবে কি ছত্রধর মাহাতো সক্রিয় রাজনীতিতে নামছে তৃণমূল কংগ্রেসের হয়ে !
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584