নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে বিজেপিতে যোগ দেওয়ায় কুমারগ্রামে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।প্রাক্তন তৃণমূলের এই সাংসদের বড় কুশপুতুল বানিয়ে তাতে জুতোর মালা পরিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন বিজেপির কর্মীরা।
উল্লেখ্য সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে যোগদান করলেন বিজেপিতে। মেদিনীপুরের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের জনসভায় বিজেপিতে যোগদান করেন প্রাক্তন এই সাংসদ। বৃহস্পতিবার থেকেই ফোনে পাওয়া যাচ্ছিল না চা-বলয়ের নেতা তথা প্রাক্তন সাংসদকে।এরপর থেকেই জেলা জুড়ে চলছিল এই জল্পনা।
আরও পড়ুনঃ কৃষক বিরোধী অমিত শাহ মেদিনীপুর ছাড়ো, ছিঃ শুভেন্দু ছিঃ- পোস্টার মেদিনীপুর জুড়ে
অপর দিকে দশরথ তিরকে তৃণমূল থেকে চলে গেলে দলে কোনো প্রভাব পড়বেনা বলে স্পষ্ট জানিয়ে দিল তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী । মৃদুল গোস্বামী জানান, তৃণমূল দল একটা সমুদ্র আর সমুদ্র থেকে এক চামচ জল তুলে নিলে কিছু যায় আসেনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584