পিয়ালী দাস, বীরভূমঃ
সাংসদ সৌমিত্র খাঁকে গ্রেফতারের দাবির প্রতিবাদে মিছিল করল বিজেপি কর্মীরা। সোমবার সিউড়ি শহরে দলের রাজ্য যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ এবং বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে গ্রেফতারের দাবির প্রতিবাদে মিছিল করল বীরভূম জেলা বিজেপি কর্মীরা। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বীরভূম জেলার বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল। এদিন দুপুর তিনটের সময় সিউড়িতে এসে পৌঁছান বিজেপি নেতা মুকুল রায়।
একটি বেসরকারি ভবনে তিনি কর্মীদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে মুকুল রায় বলেন, ‘বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে যেসব শ্রমিকরা নিজের বাড়ি ফিরে এসেছেন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য ট্রেনের ৮৫% ভাড়া কেন্দ্রীয় সরকার দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সেই তথ্য মানুষের কাছে লুকিয়ে রাখছে।’
আরও পড়ুনঃ ব্যাঙ্ক ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের
তার দাবি, রাজ্যে কাজ নেই। তাই মানুষকে পেটের টানে ভিন্ন রাজ্যে যেতে হচ্ছে। পাশাপাশি তিনি জানান, সোমবারের কর্মীসভা থেকেই আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। মানুষের জন্য যেসব কাজ করেছে কেন্দ্র, সেই কাজের খতিয়ান কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরবে। তিনি এও বলেন, ‘বর্তমানে যে ব্যাধি মানুষকে ঘিরে ধরেছে তার থেকে আমাদের মুক্তি পেতে হবে। অযথা ভয় পাবেন না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584