বিজেপি প্রার্থী না পসন্দ, জঙ্গলমহলে ভূমিপুত্র প্রার্থী দেবে সমন্বয় মঞ্চ

0
115

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

শনিবার রাতে বিজেপি দলের পক্ষ থেকে প্রথম দুই দফার নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তারপর ক্ষোভে ফেটে পড়েছেন দীর্ঘদিনের বিজেপি কর্মী ও সমর্থকরা। বিজেপি প্রার্থী করা হয়েছে, গড়বেতা কেন্দ্রে মদন রুইদাসকে, শালবনি কেন্দ্রে রাজিব কুণ্ডুকে, মেদিনীপুর কেন্দ্রে সমিত কুমার দাসকে, খড়্গপুর গ্রামীণ কেন্দ্রে তপন ভূঁইয়াকে।

BJP Candidate | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু বিজেপির দীর্ঘদিনের কর্মী সমর্থকরা তাদের প্রার্থী হিসেবে মেনে নিতে পারছে না। তাই বিজেপির একাংশ রবিবার শালবনি বিধানসভা কেন্দ্রের জয়পুর এলাকায় কর্মীসভার আয়োজন করেছিল। যেখানে হাজার দেড়েক বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা অংশগ্রহণ করেছিল। ওই কর্মীসভায় নেতৃত্ব দিয়েছিলেন গোয়ালতোড়ের বিজেপি নেতা পশুপতি দেব সিংহ।

তিনি ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গোয়ালতোড় থেকে জেলা পরিষদের বিজেপির প্রার্থী হয়েছিলেন, কিন্তু সামান্য ভোটে হেরে যায়। পশুপতি দেব সিংহ জঙ্গলমহলের অন্যতম বিজেপির নেতা হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ ব্রিগেড থেকে ‘আসল’ পরিবর্তনের ডাক মোদীর

কর্মী সভার শেষে পশুপতি দেবসিংহ সাংবাদিক সম্মেলন করে বলেন,”জঙ্গলমহলের মানুষকে অসম্মান করার অধিকার নেই। যাদের দল প্রার্থী করেছে তাদের প্রার্থী হওয়ার কোনো যোগ্যতা নেই। টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য সবাই এক সঙ্গে মিলিত হয়েছিলাম। আমাদের সাথে রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএসএর কর্মীরা এবং বিজেপির প্রথম দিনের কর্মী ও সমর্থকরা।

এছাড়া বিভিন্ন সংগঠনের মানুষ আমাদের সাথে মিলিত হয়েছেন। তাই আমরা সবাই মিলে গঠন করেছি সমন্বয় মঞ্চ। সমন্বয় মঞ্চের পক্ষ থেকে গড়বেতা, শালবনি, মেদিনীপুর, খড়্গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়া হবে। আগামী মঙ্গলবার ওই চারটি কেন্দ্রে সমন্বয় মঞ্চের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন।”

আরও পড়ুনঃ বাংলাতে তৃণমূল কংগ্রেসই থাকবে, পরিবর্তন দিল্লিতে হবেঃ মমতা

তিনি আরও বলেন যে, “শালবনি কেন্দ্রে দল যাকে প্রার্থী করেছে তিনি হলেন রাজিব কুণ্ডু। যার সাথে একটা মানুষও নেই। দলের কোনো কর্মকর্তা এবং কার্যকর্তা নেই অথচ তাকেই দল প্রার্থী করল। এর ফল দলকে ভোগ করতেই হবে।”

যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোনার বাংলা গড়ার লক্ষ্যে কলকাতার ব্রিগেডের সভায় সোনার বাংলা গড়তে বাংলা দখলের লক্ষ্য নিয়ে ভাষণ দিচ্ছেন ঠিক সেই সময় যারা একসময় সিপিএমের হাতে মার খেয়েছিল পরবর্তী সময়ে তৃণমূলের হাতে মার খেয়ে ছিল সেইসব বিজেপির কর্মী-সমর্থকেরা শপথ নিলেন বিজেপির ঘোষিত প্রার্থীকে হারাবেন।

তাদের শপথ,”জঙ্গলমহলের একটি আসনে বিজেপি জয় লাভ করতে পারবে না। আমরা জঙ্গলমহলের ভূমিপুত্র। আমাদের সমন্বয় মঞ্চের প্রার্থীরা জঙ্গলমহল থেকে বিধায়ক নির্বাচিত হবে।” তাই তারা জঙ্গল মহল থেকে বিজেপি কে উৎখাত করার ডাক দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here