নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

ভোট পরবর্তী সময়ে হিংসার ঘটনা নিয়ে বারবার বিজেপি থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।আর তাই এদিন থানা ঘেরাও কর্মসূচি করলো বিজেপি নেতৃত্ব। বিজেপির অরূপ দাসের অভিযোগ,ভোটের দিন থেকেই মেদিনীপুর শহরে সন্ত্রাস চালাচ্ছে মেদিনীপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রণব বসু ও তার অনুগামীরা।


মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে।মেদিনীপুর কোতোয়ালী থানায় বারবার সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুনঃ নতুন করে মদের দোকান,থানা ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের
বৃহস্পতিবার দুপুরে তাই প্রায় ঘন্টা খানেক মেদিনীপুর কোতোয়ালী থানা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা।এরপরেও পুলিশ কোন ব্যবস্থা না নিলে আরো বড় আন্দোলনের হুমকি দেয় বিজেপি।যদিও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584