স্পর্শ ভট্টাচার্য্য, উত্তর ২৪ পরগনাঃ
মুখ ভর্তি দাড়ি, লম্বা চুল, পরনে নোংরা ছেড়া জামা, আর প্যান্ট, ছিমছাম চেহারার এক ভবঘুরে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ঘরে ফেরাল বামনগাছির চার যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ঐ ব্যক্তিকে বামনগাছি স্টেশন চত্বরে দীর্ঘ কয়েকমাস ধরে অপরিচ্ছন্ন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় চার যুবক সুমিত দাস, বুবাই ঘোষ, শুভঙ্কর চৌধুরী এবং সঞ্জয় ঘোষ।
প্রথম থেকেই ঐ ভবঘুরেকে দেখে সন্দেহ হয় তাদের। শনিবার ঐ ব্যক্তিকে স্নান করিয়ে তার অপরিচ্ছন্ন জামাকাপড় বদল করে নতুন জামাকাপড় পরিয়ে দেয় ঐ চার যুবক।
ভবঘুরের জামা বদলানোর সময় জামার পকেট হাতড়ে এক ব্যবসায়ী কার্ড খুঁজে পায় তারা, যেটি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার অন্তর্গত উকিলের হাট এলাকার।
শনিবার বিকেলে তারা কাকদ্বীপ থানা এবং উকিলের হাট এলাকার এক ব্যবসায়ী ব্যক্তির নম্বর জোগাড় করে এবং ফোন করে তাদেরকে সমস্ত ঘটনা জানায়।
আরও পড়ুনঃ ১১ মাস পরে স্থানীয়দের চেষ্টায় মানসিক ভারসাম্যহীন ভাইকে খুঁজে পেল তাজমিরা
এছাড়া ভবঘুরের পকেট থেকে উদ্ধার হওয়া ব্যবসায়ী কার্ডের সমস্ত তথ্য জানায়, তারপরে কাকদ্বীপ থানার ইনচার্জ এবং ব্যবসায়ী ঐ ব্যক্তির সহযোগিতায় ভবঘুরের আসল নাম ঠিকানা ও বাড়ির লোকের নম্বর জোগাড় হয়।
তৎক্ষণাৎ চার যুবকের ঐ দল ভবঘুরের বাড়ির লোকের সাথে কথা বলেন এবং রবিবার বিকেলে ভবঘুরেকে তার দাদাদের হাতে তুলে দেন যুবকেরা।
কাকদ্বীপ থানার ইনচার্জ সুদীপ সিং জানিয়েছেন বামনগাছি থেকে উদ্ধার হওয়া ঐ যুবকের নাম মনোরঞ্জন প্রামানিক(৩৬) পিতা মৃত আশুতোষ প্রামানিক।
গত ছয় বছর ধরে মানসিক ভারসম্যতায় ভুগছিলেন তিনি।গত ৯ মাস আগে বাড়ি থেকে পালিয়ে চলে আসেন তিনি।তারপর থেকে তাকে বহু খোঁজাখুঁজি করেন তার দুই দাদা। সোমবার বামনগাছি থেকে উদ্ধার হন তিনি।
এভাবেই মনোরঞ্জনকে পেয়ে খুশি তার দুই দাদা। এছাড়া বামমগাছীর চার যুবক যারা কয়েকমাস ধরে মনোরঞ্জনকে তদারকি করেন। তাদেরকেও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584