নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
এই করোনা যুদ্ধের সৈনিক হিসাবে যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তাদের অর্থাৎ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল বিজেপি। বুধবার চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে সেখানকার চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা ও শ্রদ্ধাজ্ঞাপন করেন বিজেপি নেতৃত্ব সুবোধ সরকার, স্বজন রাম সিংহ এবং দিলীপ দাসরা।
তাঁরা জানান, যেভাবে সংক্রমণ বাড়ছে বিভিন্ন এলাকায় এবং এই বিষয়টি মহামারী আকার নিয়েছে তবুও নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে রোগীদের পরিষেবা প্রদানের লক্ষ্যে দিন-রাত তারা নিজেদের নিয়োজিত করেছেন।
আরও পড়ুনঃ দুঃস্থদের পাশে দাঁড়ালো চাঁচলের স্বেচ্ছাসেবী সংস্থা
তাদের এই প্রচেষ্টাকে এবং মানবিক মানসিকতাকে শ্রদ্ধা জানিয়ে এই ফুলের শুভেচ্ছার কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান এলাকার বিজেপি নেতৃত্ব সুবোধ সরকার। সেখানে উপস্থিত ছিলেন অন্য দুই নেতৃত্ব স্বজন রাম সিংহ এবং দিলীপ দাস প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584