নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
ভোট পরবর্তী হিংসা অব্যাহত মালদহ জেলায়। তৃণমূল প্রার্থীর হয়ে ভোট করায় কংগ্রেস প্রার্থীও তার দলবলের হাতে আক্রান্ত হলেন প্রায় পাঁচ জন তৃণমূল কর্মী। শুক্রবার দুপুরে মালদহ জেলার পুখুরিয়া থানার সম্বলপুর পঞ্চায়েতের বড় কামডোল গ্রামে ঘটনাটি ঘটেছে। জখমদের মধ্যে দুই জন গুরুতর জখম আবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে ছুটে যায় পুখুরিয়া থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন দুই ব্যাক্তির নাম মানসুর আলি(২৫) ও মাঝিজুল শেখ(৩০) বাড়ী পুখুরিয়া থানার সম্বলপুরের বড় কামডোল গ্রামে। বাকী তিন জন বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ওই এলাকায় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী জয়নাল প্রধান। নির্বাচনের পর থেকেই স্থানীয় তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর চেষ্টা করে কংগ্রেস প্রার্থী সাহাবুদ্দিন শেখ ও তার দলবল। কিন্তুু সুযোগ পায়নি। জানা গিয়েছে শুক্রবার দুপুরে গ্রামের মসজিতে ঈদের প্রস্তুতি সেরে বাড়ি ফিরছিল তৃণমূল কর্মীরা। অভিযোগ সেই সময় কংগ্রেস প্রার্থী ও তার দলবল বোমা গুলি নিয়ে তাদের উপর হামলা চালায়। ঘটনায় গুরুতর জখম হয় পাঁচ তৃণমূল কর্রী। ঘটনার স্থানীয় ও পরিবারের লোকেরা জখমদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুখুরিয়া থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584