নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র মানেই রাজ্যের নজরকাড়া কেন্দ্র, যেহেতু ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী খোদ সুপ্রিমো মমতা ব্যানার্জী।
আরও বিস্ময়ের ব্যাপার হচ্ছে তাঁর বিপরীতে বিজেপির পদ্মফুল চিহ্নের প্রার্থী এক সময় তাঁরই কাছের মানুষ, অধিকারী বংশের মেজো ছেলে শুভেন্দু অধিকারী।
যিনি তৃণমূল দল ত্যাগ করে মন্ত্রীত্ব পদে ইস্তফা দিয়ে অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দেন। যে কারণে একপ্রকার গরম আবহাওয়া নন্দীগ্রামের বিধানসভা নির্বাচনে। টক্করে টক্করে লড়াই চলবে নন্দীগ্রামে তা বলাই বাহুল্য।
আরও পড়ুনঃ শুভেন্দু গো ব্যাক স্লোগান উঠল সোনাচূড়ায়
বৃহস্পতিবার তাঁরই নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই সময় তৃণমূল পাল্টা স্লোগান দেয়, কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি। যে কারণে দু পক্ষের বেশ কয়েকজন আহত হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি কর্মীরা।
আরও পড়ুনঃ ঘাটালে বিজেপি প্রার্থীকে জুতো, লাঠি দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে রেয়াপাড়া হাসপাতালে পৌঁছে সকল আহত কর্মীদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিলেন বিজেপি নেতা তথা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584