কুলপি ব্লকে ‘দিদিকে বলো’ কর্মসূচি পালন

0
29

সিমা পুরকাইত, দ‌ক্ষিণ ২৪ পরগণাঃ

কু‌লপি ব্লক যুব তূণমূল কংগ্রেসের সভাপতিকে নিয়ে ‘দিদিকে বলো’ কর্মসূচি পালন করলেন জেলা কার্যকরী সভাপতি অনিরুদ্ধ হালদার। সোমবার কুলপি ব্লকের যুব তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে সাংবাদিক সম্মেলন করেন তিনি।

talk to didi workshop in kulpi | newsfront.co
সাংবাদিক সম্মেলন। নিজস্ব চিত্র

কুলপি ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এবার জনসংযোগের দায়িত্ত্ব পরে ঢোলা গ্রাম পঞ্চায়েতের দড়িকৈতলা বুথে । এখানে রাত্রীনিবাসের পাশাপাশি জনসংযোগ করবেন জেলার যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ।

সাংবাদিক সম্মেলনের পর এই কর্মসূচি শুরু হবে মঙ্গলবার থেকে। দলের নির্দেশে ‘দিদিকে বলো’ এর ছ’টি কর্মসূচিতে ডাক পান কুলপি ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তারকনাথ প্রামানিক। নির্দিষ্ট সময়ের মধ্যে দুটি কর্মসূচি শেষ করেন কর্মী সর্মথকদের নিয়ে। বাকি আর চারটি কর্মসূচি যা নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে ব্লক যুব সভাপতিকে ।

আরও পড়ুনঃ বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ সীমান্তরক্ষীদের বিরুদ্ধে

সাংবাদিক সম্মলেন অনিরুদ্ধ হালদার বলেন, দলের নির্দেশে জেলায় গোবাসা, বাসন্তি, পাথর প্রতিমা, কুলপি –চারটি ব্লকে দায়িত্ব পড়েছে । প্রথম কুলপির ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতের দিড়কৈতলা বুথে। একের পর এক কর্মসূচিতে দলে অনেকটা অক্সিজেন পাচ্ছেন বলে মনে করছেন তিনি ।

সদ্য ঘটে যাওয়া উপ-নির্বচনে ‘পিকে’ ( প্রশান্ত কিশোর ) ভোকাল টনিক কাজে লেগেছে বলে মনে করছে তৃণমূলের একাংশ । যদিও বিষয়টি নিয়ে তিনি বলেন, নেতৃত্বদের মত নিয়ে ‘পিকে’-র ভোকাল টনিক কার্যকরী হয়েছে।

তিনি আরও বলেন, যুব তৃণমূল কংগ্রেস সুধু নই মাদার তৃণমূল কংগ্রেসের মাটি আঁকড়ে উপ-নির্বাচনে তিনটি জায়গায় জয় পেয়েছে । বিশেষ করে খড়্গপুরে। চলতি বছরে ঘটে যাওয়া বুলবুল ঘূর্নিঝড় দুর্গত মানুষদের পাশে থাকার আর্জি রেখেছেন সর্মথকদের । ত্রাণ বিলি নিয়ে যে যে সংশয় তৈরি হয়েছে, তা উপরমহলের নেতাকে জানানোর আর্জি রেখেছেন তিনি।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের কমিটির সদস্য অর্পন কামার, হাবিব পুরকাইত, শিখা প্রামানিক, কুল্পি যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তারকনাথ প্রামানিক, সহ-সভাপতি অরুপ বৈদ্য, কুলপি ব্লক সংখ্যা লঘু সেলের সভাপতি ডঃ নুরইসলাম গাজি , রামকিশোর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গোড়াচাঁদ পাইক ।

‘দিদিকে বলো’ কর্মসূচির সাংবাদিক সম্মেলনের পর কচুবেড়িয়া খাঁপুর গ্রামে অসুস্থ কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ওহিদ্দুজ্যমান বৈদ্যের সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করেন অনিরুদ্ধ বাবু ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here