কার্ত্তিক গুহ,ঝাড়গ্রাম:-
আজ ঝাড়গ্রাম শহরে বিজেপির ঝাড়গ্রাম জেলা কার্যালয়ের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। ওই সময় গুলিও চলে বলে অভিযোগ। রাতে দফায় দফায় গোলমালে সন্ত্রস্ত হয়ে পড়েন ঝাড়গ্রাম শহরবাসী। রাত সাড়ে দশটা নাগাদ সংঘর্ষে বোতলে জখম হন চিত্র সাংবাদিক সুমন্ত সিনহা। তাঁর বাম হাতে এসে পড়ে বোতল। কনুইয়ের কাছে গর্ত হয়েছে।এলাকা ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে।অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে।
বিজেপির অভিযোগ এদিন জেলা কার্যালয়ে বৈঠক চলাকালীন আচমকা হামলা চালায় তৃণমূলের বাইক বাহিনী। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, এদিন তাদের বাইক মিছিল চলাকালীন হামলা চালায় বিজেপির লোকজন।
ঘটনার সূত্রপাত সোমবার। ওই দিন তৃণমূলের কয়েক জন কর্মীকে বিজেপির লোকেরা মারধর করে বলে অভিযোগ। তৃণমূলের ছেলেরাও বিজেপির লোকজনকে মারধর করে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে বাইক মিছিল করে তৃণমূল। এরপরই শহরে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে প্রবল গোলমাল শুরু হয়। তৃণমূল কর্মীদের বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়। ওই সময় গুলিও চলে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু পুলিশের সামনেই দু পক্ষের মধ্যে বোমাবাজি চলতে থাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584