নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকার জন্য এগরা বিধানসভার বিধায়ক সমরেশ দাসকে শো কজ করল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এগরা শীতমেলার উদ্বোধন করতে গিয়েছিলেন সমরেশ। সেখানে একই মঞ্চে ছিলেন দিলীপ ঘোষও। সেই মঞ্চে উঠতে হয়েছিল সমরেশ দাসকে। দলের শীর্ষ নেতৃত্ব তাঁর কাছে জানতে চেয়েছে কেন একই দিনে একই মঞ্চে দিলীপ ঘোষের সাথে উপস্থিত ছিলেন তিনি।
এক বর্ষীয়ান তৃণমূল নেতার কথায়, ‘‘আমরা যেখানে নিয়মিত বিজেপির বিরুদ্ধে লড়াই করে চলেছি, সেখানে আমাদের দলের এক বিধায়ক বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে একই মঞ্চে থাকবেন এটা মেনে নেওয়া যায় না। সমরেশ দাসকে পরিষ্কার করে তাঁর মনোভাব বুঝিয়ে দিতে হবে।”
এই বিষয়ে দিলীপ ঘোষের বক্তব্য, এর থেকে তৃণমূল নেতৃত্বের মানসিকতার পরিচয় পাওয়া যায়। তিনি বলেন, ‘‘এটা ছিল একটা সামাজিক অনুষ্ঠান। তাই অন্যান্য দলের নেতারাও সেখানে উপস্থিত ছিল। তৃণমূল নেতৃত্ব যে পদক্ষেপ করেছে তা থেকে তাদের মানসিকতা বোঝা যায়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584