বিজেপি ক্ষমতার কেন্দ্রে থাকবে আরও কয়েক দশক, ভবিষ্যৎবাণী পিকের

0
120

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ 

২০২৪-এর লোকসভা ভোটে মোদী সরকারকে আদৌ গদিচ্যুত করা যাবে না, বরং আগামী কয়েক দশক ধরে দিল্লির ক্ষমতা থাকবে বিজেপি-র হাতেই – গোয়া সফর থেকে  ভবিষ্যদ্বাণী  আইপ্যাক কর্তা প্রশান্ত কিশোরের। রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভোট ‘স্ট্র্যাটেজিস্ট’ তিনি।

ভোট কুশলী প্রশান্ত কিশোর, ছবিঃ হিন্দুস্থান টাইমস

রাহুল গান্ধীর বক্তব্য মোদীকে শাসন ক্ষমতা থেকে সরানো শুধুই সময়ের অপেক্ষা। এই প্রসঙ্গে রাহুলের রাজনৈতিক পরিপক্কতাই যে আদতে সময়ের সঙ্গে উন্নত হয়নি, তিনি একটি ‘ইলিউশন’-এর মধ্যে রয়েছেন এমনটা বোঝাতেই পিকে বিজেপি-র ভবিষ্যতের শক্তিশালী উপস্থিতির কথা বলেন।

আরও পড়ুনঃ আদালতের রায়ে স্বস্তিতে এনসিবি কর্তা, গ্রেপ্তার করতে হলে দিতে হবে ৩ দিনের আগাম নোটিস

পিকে-র কথায়, “ হারুক বা জিতুক, বিজেপি কিন্তু ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে। কংগ্রেস যেমন প্রথম ৪০ বছর ছিল তেমনই। জাতীয় স্তরে একবার ৩০ শতাংশ ভোট পেয়ে গেলে ক্ষমতায় এসে গেলে তারা হঠাৎ করে  ক্ষমতা থেকে চলে যাবে, এটা হয় না। তাই সকলে মোদির বিপক্ষে রয়েছে বলেই মোদীকে সরাতে পারবে এটা ভাবা ভুল। বিজেপি আপাতত ক্ষমতা থেকে সরছে না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here