তপনের একই পরিবারের ৫ সদস্যের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি তুলল বিজেপি

0
51

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

তপনের একই পরিবারের ৫ জন সদস্যের হত্যাকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলল বিজেপির এসসি এসটি মোর্চার রাজ্য সভাপতি তথা উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। বুধবার বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন খগেন বাবু।

Khagen Murmu | newsfront.co
সাংবাদিক বৈঠক। নিজস্ব চিত্র

এরপর তপনের একই পরিবারের ৫ জন সদস্যের হত্যাকাণ্ডের ঘটনায় তিনি রাজ্য প্রশাসনের নিন্দা করে সঠিক তদন্তের দাবি তোলেন। তার অভিযোগ, তদন্ত না করেই এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে পুলিশ প্রশাসন। সেখানে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন খগেন বাবু।

আরও পড়ুনঃ বাজি ব্যবসায়ীদের আবেদন খারিজ সুপ্রিমকোর্টে

নির্বাচনী প্রতিশ্রুতির শ্বেতপত্র প্রকাশ করুক মমতা ব্যানার্জি, বালুরঘাটে সাংবাদিক সম্মেলনে বললেন সাংসদ খগেন মুর্মু। তিনি সাংবাদিক সম্মেলনে জানান, “মোদিজী তার নির্বাচনী প্রতিশ্রুতির খোলাচিঠি মানুষের মধ্যে বিতরণ করছেন, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি, কোন শ্বেতপত্র প্রকাশ করেননি।”

আরও পড়ুনঃ শুভেন্দুর অনুগামী হওয়ার খেসারত দিতে হল মুর্শিদাবাদের সভাধিপতিকে, তোলা হল মোশারফের নিরাপত্তারক্ষী

তিনি জানান মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুক। এছাড়াও আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের ১৬ টি এসসি এসটি সংরক্ষিত আসনের সব কটিতেই বিজেপির জয় হবে বলে তিনি দাবি করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here