ধৃতদের সংবর্ধনা বিজেপির

0
38

সুদীপ পাল, বর্ধমানঃ

বর্ধমানের বাসিন্দা দেবাঞ্জন বল্লভের নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় সামনে এসেছিল।

bjp welcome to arrested people | newsfront.co
নিজস্ব চিত্র

গত ৩ অক্টোবর বর্ধমান থেকে কলকাতা ফেরার পথে আলিশা বাসস্ট্যান্ডে বিজেপি এবং এবিভিপি কর্মীদের হাতে বান্ধবী-সহ আক্রান্ত হয়েছিলেন বলে, অভিযোগ দায়ের করেছিলেন দেবাঞ্জন। এই ঘটনায় নয়জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবার সংবর্ধনা দিলেন ধৃতদের। বিজেপি প্রভাবিত শিক্ষক সংগঠনের জেলা সম্মেলন চলাকালীন জেলা সাংগঠনিক সভাপতি (বর্ধমান সদর) সন্দীপ নন্দী ধৃতদের ‘বীরপুরুষ’ বলে মঞ্চে ডেকে নেন।

আরও পড়ুনঃ ‘গরুর দুধে সোনা আছে’, উক্তি দিলীপ ঘোষের

তিনি বলেন, বাবুল সুপ্রিয়কে যাদবপুরে কিভাবে মারধর করা হয়েছিল সেটা সবাই দেখেছে। পুজোর আগে বিজেপির কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হল।

বিজেপি করার অপরাধে জেল খাটলেও জেল থেকে বেরিয়ে বিজেপি করার কথাই বলছেন আমাদের বীরপুরুষেরা। ধৃতদের সংবর্ধনা প্রসঙ্গে দেবাঞ্জন বলেন, এটাই বিজেপি ও এবিভিপির চরিত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here