ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোটের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গেলো বিজেপি।
আজ রাজ্যপাল লালজি ট্যান্ডনের ভাষনের পর করোনা ভাইরাস পরিস্থিতির জেরে মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশন মুলতুবি করে দিলেন স্পিকার এনপি প্রজাপতি।
A petition has been filed in the Supreme Court by Bharatiya Janata Party seeking floor test in Madhya Pradesh Assembly pic.twitter.com/ZE8Fth55dJ
— ANI (@ANI) March 16, 2020
স্পিকারের ঘোষনার পর উত্তাল হয়ে ওঠে বিধানসভা। রাজ্যপালের নির্দেশ মতো আজ আস্থা ভোট করার আর্জি জানান বিরোধী দলনেতা গোপাল ভার্গব, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্র।
Madhya Pradesh Assembly session adjourned till 26th March, in view of #Coronavirus. pic.twitter.com/GsM2gvQXAk
— ANI (@ANI) March 16, 2020
তার পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, ‘যা আলোচনা হয়েছে আপনাদের সাথে রাজ্যপালের। স্পিকারের সাথে হয়নি।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584