মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর ঘটা করে ২১ জুলাই পালন করতে চলেছে তৃণমূল। এবার সেই দিনেই দলের মৃত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে তৃণমূলের পাল্টা কর্মসূচি নিতে চাইছে বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, বুধবার বেলা ১১ টা থেকে ১ পর্যন্ত রয়েছে বিজেপির কর্মসূচি।
নির্বাচনের ফল প্রকাশের দিন থেকেই বিজেপি জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ এনেছে। বিজেপির অভিযোগ অনুযায়ী, এই হিংসা যে শুধু জেলায় হয়েছে তাই নয়, খোদ কলকাতাতেও হয়েছে। বিজেপি প্রার্থীর ওপর হামলা হয়েছে। প্রার্থীর বাড়ি ভাঙচুর হয়েছে। তাই এই ভোট সংক্রান্ত হিংসায় দলের যে সমস্ত কর্মীর মৃত্যু হয়েছে তাঁদের স্মরণে ২১ জুলাই রাজ্যজুড়ে সভা করবে বিজেপি। তবে এ বছর সমস্ত সভা হবে ভার্চুয়ালি। মঙ্গলবার রাজ্যজুড়ে সাংবাদিক সম্মেলন করবে বিজেপি।
মূলত, একুশের বিধানসভা ভোট ঘিরে রাজ্যে মানবাধিকার লঙ্ঘণের যে অভিযোগ তারা তুলেছে, তা নিয়েই এদিন সরব হতে পারে তারা। এই রাজ্যের আইনশৃঙ্খলা, মানবাধিকার এবং সে সংক্রান্ত যে রিপোর্ট সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন প্রকাশ করেছে, সেই বিষয়গুলিকে সামনে রেখেই ২১ জুলাই দিনটি পালন করতে চলেছে বিজেপি।
এদিকে, ২১ জুলাই সকাল ১০টায় সামাজিক দূরত্ব বিধি মেনে শহিদদের উদ্দেশে মাল্যদান করবেন তৃণমূলের নেতাকর্মীরা। প্রতি বুথে ৫০ জন করে কর্মী সমবেত হবেন। সেই আঙ্গিকে রাজ্যে মোট বুথ ১ লক্ষ ১ হাজার ৭৯০টি। ফলে ৫০ জন করে উপস্থিত হলে ৫০ লক্ষের টার্গেটও পূরণ হবে। আর দ্বিতীয় পর্যায় হবে দুপুর দুটোয়।
আরও পড়ুনঃ মোদি সরকারের প্রথম ৫ বছরে রাষ্ট্রদ্রোহের মামলা ৩২৬, দোষী সাব্যস্ত ৬, তথ্য স্বরাষ্ট্রমন্ত্রক
দুপুর দুটোয় বুথে ফের সমবেত হতে হবে কর্মীদের। এক্ষেত্রেও ৫০ জন করে সমবেত হওয়ার নির্দেশ জারি করা হয়েছে। সেখানে টিভি বা জায়েন্ট স্ক্রিন লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানো হবে। সব নেতা-কর্মীদের উপস্থিত হতে হবে সেখানে। কেভিড বিধি মেনে সমর্থকদেরও হাজির করতে হবে। এবার পশ্চিমবঙ্গ ছাড়াও ভিনরাজ্যেও মমতার বক্তব্য শোনা হবে। ত্রিপুরা, অসমের পাশাপাশি উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে জায়ান্ট স্ক্রিন করে মমতার ভার্চুয়াল বক্তব্য শোনানো হবে।
আরও পড়ুনঃ স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারি পিকে ও অভিষেকের ফোনেও, উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্রসঙ্গত, এই দিনটিকে তৃণমূল কংগ্রেস শহিদ দিবস হিসাবে পালন করে। এত বছর বাংলাতেই এটি সীমাবদ্ধ ছিল। কিন্তু একুশের বিধানসভা ভোটে সর্বাত্মক জয়ের পর এ বছর তৃণমূলের ২১ জুলাই উদযাপন করা হবে সর্বভারতীয় স্তরে। গুজরাট, উত্তর প্রদেশের মতো বিজেপির গড়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানো হবে জায়ান্ট স্ক্রিনে। ২০২৪-এর লোকসভা ভোটকে সামনে রেখে ২১ জুলাই থেকেই শুরু হবে ‘ব্র্যান্ড মমতা’র ‘ব্র্যান্ডিং’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584