প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষও, দিল্লিতে তালিকা নিয়ে বৈঠকে বিজেপি

0
93

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

খড়্গপুর সদর আসনে দিলীপ ঘোষ ও নন্দীগ্রাম বিধানসভায় শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী হবেন কিনা তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে সর্বভারতীয় বিজেপির কোর কমিটি। বৃহস্পতিবার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে জে পি নাড্ডার বাড়িতে বৈঠকে বিজেপি নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। বুধবারই কলকাতার হেস্টিংসে বিজেপির দফতরে প্রার্থী তালিকা নিয়ে এক প্রস্ত বৈঠক হয়েছে।

BJP | newsfront.co

আর এরপরই রাত সাড়ে ন’টার একটি চ্যাটার্ড প্লেনে দিল্লির উদ্দেশে রওনা হন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। অমিত শাহের ডাকে একই প্লেনে দিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারীও। আজকের বৈঠকে রয়েছেন কৈলাস বিজয়বর্গীও। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বিজেপির সম্ভাব্য তারকা তালিকা।

সোনারপুর দক্ষিণ– অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
বেহালা পশ্চিম– অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়
টালিগঞ্জ– অভিনেত্রী অঞ্জনা বসু
বালিগঞ্জ– কোনও তারকা
কসবা– অভিনেত্রী রিমঝিম মিত্র

পাশাপাশি উত্তর কলকাতার কয়েকটি আসনেও তারকা প্রার্থী দেওয়ার ভাবনা রয়েছে বিজেপির। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে কোর কমিটির বৈঠকে উপস্থিত রয়েছেন অমিত শাহ, দিলীপ ঘোষ, মুকুল রায় সহ দলের প্রথম সারির নেতৃত্ব।

বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির বৈঠকে নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে প্রার্থী কে? মূল নজর সেদিকেই। গুরুত্বপূর্ণ এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও কি প্রার্থী হবেন এই ভোটে? তা নিয়েও আলোচনা চলছে। তাঁকে খড়্গপুর সদরে প্রার্থী করার বিষয়ে চিন্তাভাবনা করছে দিল্লির কিছু নেতৃবৃন্দ। আর কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। জানা গিয়েছে, প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে সর্বাধিক তিনটি করে নামের তালিকা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ উঠল স্থগিতাদেশ, প্রাথমিক শিক্ষক নিয়োগে কাটল জট

সেই তিনটি করে প্রস্তাবিত নামের প্যানেল নিয়ে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে বসেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকের পর সন্ধে ছ’টা নাগাদ খসড়া পৌঁছবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এরপর মোদীর সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকে চূড়ান্ত হবে প্রার্থী। এরপরই বৃহস্পতিবার রাত বা শুক্রবার সকালেই প্রথম দুই দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে মমতা ব্যানার্জীকে হারাবো, চ্যালেঞ্জ শুভেন্দুর

নন্দীগ্রামে বিজেপির হয়ে দাঁড়াবেন শুভেন্দু অধিকারী, এপর্যন্ত এমনটাই খবর রাজনৈতিক মহলে। তবে আজই তাতে সিলমোহর পড়তে পারে। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের তিনটি প্যানেলের নাম নিয়ে কোর কমিটির বৈঠকে হাজির হয়েছে রাজ্য বিজেপির নেতৃত্বরা।

গতকালই খড়গপুরের জনসভা থেকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন শুভেন্দু অধিকারী। এর আগে কলকাতায় জনসভায় শুভেন্দু বলেছিলেন, হাফ লাখ ভোটে হারাবেন মুখ্যমন্ত্রীকে। এবার খড়গপুরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চ্যালেঞ্জ ছুঁড়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বললেন, “আমি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব। আপনারা নিশ্চিন্তে থাকুন। হারাব আমি। আমাকে দল প্রার্থী করলে সরাসরি হারাব। অন্য কাউকে প্রার্থী করলেও, পদ্মফুল ফোটানোর দায়িত্বটা আমার।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here