উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
রাজ্য সরকার টেটের অসত্য তালিকা বের করেছে। ষোল হাজার পাঁচশো জন পরীক্ষার্থীর মধ্যে জানা যাচ্ছে না, কে পাস করেছে, আর কে পাস করেনি। পুরোটাই প্রতারণা। এরা কীভাবে চাকরি পেলেন? আর তিনমাস বাদে বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় এসে এই টেট কেলেঙ্কারির তদন্ত করবে বিজেপি। বুধবার হেস্টিংস বিজেপি নির্বাচনী অফিসে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে পাশে বসিয়ে এমন আশ্বাস দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
শমীক ভট্টাচার্য আরো বলেন,’কীভাবে এই পরীক্ষার্থীরা পাস করল, তার সমর্থনে তথ্য দেখিয়ে শ্বেতপত্র দিক রাজ্য সরকার। এই টেট পরীক্ষায় ছটি প্রশ্ন ছিল ভুল। এই ভুল প্রশ্ন নিয়ে যারা আদালতে গেছে, তাদের কীসের ভিত্তিতে রাজ্য সরকার টেট পরীক্ষায় কৃতকার্যের তালিকায় রাখল? আবার পনের ফেব্রুয়ারি চিকিৎসক শিক্ষক নিয়োগের পরীক্ষা ছশোসাতচল্লিশ জনকে চাকরি দেওয়া হয়েছে।
এই তালিকায় দেখা যাচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতা কম, তারা চাকরি পেয়েছে। কীসের ভিত্তিতে প্রশিক্ষণ হীনদের টেটে চাকরি ও এম ডি ও এমএস ডাক্তারদের চাকরি না দিয়ে সাধারণ এমবিবিএসদের শিক্ষকের চাকরি দেওয়া হল? আমরা সেগুলি জানতে চাই। এজন্য আগামী উনিশ ফেব্রুয়ারি বুধবার কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে প্রতারিত টেট পরীক্ষার্থীদের ও ডাক্তার শিক্ষক নিয়োগের বঞ্চিত প্রার্থীদের নিয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করবো।’ অন্যদিকে দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,’মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডোবাবার জন্য কেউ বুদ্ধি দিচ্ছেন। আঠারো তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাকদ্বীপে সভা করছেন, সেদিন মুখ্যমন্ত্রী সভা করছেন পৈলানে। আর বাইশ তারিখে যেখানে প্রধানমন্ত্রী সভা করছেন সেই মাঠেই দুদিন বাদে ফের সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই আগেও বলেছি, উনি বিজেপিকে ফলো করছেন।’
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম থানার বাইরের ব্যারিকেড ভাঙল বাম ছাত্র যুবদের ক্ষোভ
পরে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন,’ প্রধানমন্ত্রীর সভায় মুখ্যমন্ত্রীকে ডাকা হলেও উনি সেখানে যান না। আর উনি ওনার সভাস্থলে আমাদের ডাকেন না।’ বাম-কংগ্রেস জোট প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন বলেন, ‘যে দলের এরাজ্যে কোনো অস্তিত্বই নেই তাদের সঙ্গে এরা জোট করতে চাইছে।’
এদিন সমাজের বিভিন্ন পেশার মানুষের হাতে বিজেপির পতাকা তুলে দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584