নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বিধানসভার স্পিকার পদে লড়াইয়ে নেই বিজেপি, প্রার্থীই দিচ্ছে না তারা। আশীষ বন্দ্যোপাধ্যায়ের নাম ডেপুটি স্পিকার পদপ্রার্থী হিসাবে আগেই ঘোষণা করেছে তৃণমূল। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার হতে চলেছেন রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়। আগের সরকারের কৃষিমন্ত্রী ছিলেন তিনি।
২ জুলাই শুক্রবার শুরু হচ্ছে নতুন বিধান সভার প্রথম অধিবেশন। রীতি অনুযায়ী প্রথমদিন রাজ্যপালের বাজেট বক্তৃতা দিয়ে শুরু হবে অধিবেশন। শনি, রবিবার ছুটির পরে দ্বিতীয় দিন সোমবার শোকপ্রস্তাবের পরে মুলতুবি হয়ে যাবে বিধানসভার অধিবেশন। ওই দিনই হবে ডেপুটি স্পিকার নির্বাচন।
এদিকে ডেপুটি স্পিকার নির্বাচনে বিজেপি প্রার্থী দেবে না বলে এদিন জানান বিধানসভায় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তবে কেন ডেপুটি স্পিকার নির্বাচনে অংশ নেবে না বিজেপি, সে বিষয়ে কিছুই জানাননি মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা। উল্লেখ্য, বিধানসভা ভোটের পর দলের নেতা-কর্মীদের উপরে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল , এই অভিযোগ তুলে স্পিকার নির্বাচনে অংশগ্রহণ করেনি বিজেপি।
আরও পড়ুনঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কেন্দ্রের
বিধানসভা সূত্রে খবর, অধিবেশনের শেষ দিনেই ৪১টি কমিটির চেয়ারম্যানের নামও ঘোষণা করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সে ক্ষেত্রে পাবলিক একাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান কে হচ্ছেন সে দিকে তীক্ষ্ণ নজর রাখছে গেরুয়া শিবির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584