উপনির্বাচনে খড়্গপুরে মুখ থুবড়ে পড়বে দিলীপ ঘোষের দম্ভঃ মদন মিত্র

0
59

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

২১ এর আগে টুয়েন্টি টুয়েন্টি খেলা হবে। আর এতেই ধাক্কা খাবে বিজেপি। সেই ধাক্কা সামলে বিজেপি আর বাংলায় মাথা তুলে দাঁড়াতে পারবে না। এমনটাই মনে করেন তৃণমূল নেতা মদন মিত্র।

Bjp will not get success in Kharagpur by-election
ডেবরায় জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠানে মদন মিত্র। নিজস্ব চিত্র

মদন মিত্র বৃহস্পতিবার ডেবরায় জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে আসেন। এখানেই তিনি বলেন , খড়্গপুরে উপনির্বাচনে এর কিছুটা টের পাবে গেরুয়া শিবির। লোকসভা ভোটে ৪৫ হাজার ভোটে লিড থাকা খড়্গপুরে মুখ থুবড়ে পড়বে দিলীপ ঘোষের দম্ভ। পাশাপাশি রাজ্যপালের ও সমালোচনা করে বলেন যে উনি শিশু সুলভ মনোভাবের পরিচয় দিচ্ছেন।

Bjp will not get success in Kharagpur by-election
নিজস্ব চিত্র

অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক দরিদ্রের হাতে শীত বস্ত্র ও মশারী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিবেক মুখার্জি, আলোক আচার্য্য, সমাজসেবী সুশান্ত পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সভাপতি শীতেশ ধাড়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here