বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
দার্জিলিং লোকসভা কেন্দ্রটি জেতার পর এদিন শিলিগুড়িতে বিজয় মিছিল করলো বিজেপির নেতা কর্মীরা।মিছিলটি শুরু হয় হাসমিচক থেকে, এরপর শিলিগুড়ির এয়ারভিউ মোড় পরিক্রমা করে শেষ হয় হাসমিচকেই।তবে এদিন মিছিলে ভিড় ছিল দেখার মত।যদিও রাজু বিস্তা পা মেলাতে না পারলেও জেতার পর প্রথম শিলিগুড়িতে পা রেখে দেখা করেন কর্মী সমর্থকদের সাথে।
এরপর বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই একহাত নিলেন তৃণমূল কংগ্রেসকে।তিনি বলেন যে, “সাধারণ মানুষ শান্তি ও বিকাশ চায়।তাই মানুষ বুঝতে পেরেই আমাদের ভোট দিয়ে জয়ী করেছেন।পাহাড়ে একটা বার্তাবরণ তৈরি হয়েছিল যে যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে তাদের জেলে ভরে দিবে তৃণমূল এবং তাই মানুষ অতিষ্ঠ হয়ে ইটের উত্তর পাথর দিয়ে দিয়েছে।তাই আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে খুশির হাওয়া বিজেপি শিবিরে
পাহাড় এখন শান্ত রয়েছে এবং থাকবে।একটি বিষয় স্পষ্ট যে সাধারণ মানুষ মোদিজীর সাথে আছে বিজেপির সাথে আছে সেইটা তৃণমূল কংগ্রেস ভাল করে বুঝে গেছে।আর পাহাড়ে যে জিটিএ বোর্ড রয়েছে সেখানে যারা বসে আছে তারা সাধারণ মানুষের রায়ে নির্বাচিত নন।
তারা দিদির নির্বাচিত।” এর পাশাপাশি গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে বলেন যে, এই বিষয়টি রাজনৈতিক দিক থেকে সমাধান করা হবে। বিমল গুরুং প্রসঙ্গে বিস্তা বলেন যে, “তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।পাহাড়ে মানুষ বিমল গুরুং কে খুব ভাল বাসেন।তিনি শুধু গোর্খাদের জন্য নয় সব জাতির সাথেই তার ভাল সম্পর্ক এবং পাহাড়ের মানুষজন বলেছেন যে কবে আসবেন বিমল গুরুং।যদিও তারিখ তো বলতে পারছিনা।তবে খুব তাড়াতাড়ি পাহাড়ে ফিরবেন।” এমনটাই জানান বিজেপির নতুন সাংসদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584