সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান দুর্গাপুর আসনে বিজেপি প্রার্থী এস এস আহলুওয়ালিয়া জয়লাভ করেছেন। দুর্গাপুরের অন্তত ২০ জনের উপর তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ও বিধায়কের সাহায্যেই এই জয় এসেছে। বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই-এর এই দাবির পর শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী ভোটের আগে বারবার দাবি করেছেন রাজ্যের বর্তমান শাসকদলের বিধায়করা তাঁর সাথে যোগাযোগ রাখছেন। লক্ষণবাবুর দাবি, ‘কাউন্সিলর ও বিধায়ক আমাদের সঙ্গে বিজেপিকে জেতানোর লক্ষ্যে যোগাযোগ করলে আমরা তাঁদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে বিজেপির জয় নিশ্চিত করি।’ এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়,তাঁরা যদি এতই সাহায্য করেছেন তাহলে সামনে আসেননি কেন? এ বিষয়ে তাঁর মন্তব্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে চান না বলেই তাঁরা সামনে আসেন নি।দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁদের শাস্তির মুখে পড়তে হতো।তাহলে কি এই সমস্ত নেতারা বিজেপিতে যোগদান করবেন? এ বিষয়ে বিজেপি কর্মী সমর্থকরা মৃদু হেসে বলছেন, সময় হলে পরিস্কার হবে।
আরও পড়ুনঃ হামলার পাশাপাশি সোনার হার ছিনতাইয়ের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজয় মিছিল শুরু করেছে বিজেপি। লক্ষণবাবু সাধারণ মানুষকে ধন্যবাদ দিচ্ছেন বিজেপিকে জয়যুক্ত করার জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584