পদ্মের নব ভ্রমরে আশঙ্কা

0
62

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

bjp winning the election
নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জে পদ্ম ফুল ফুটে গেছে।একদিন এই পদ্ম চাষের জন্য বীজ তারাই লাগিয়েছিলেন জনগনকে সঙ্গে নিয়ে।গত পঞ্চায়েত নির্বাচনের সময় শহর ও গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে এই পদ্ম চাষ শুরু করেছিল বিজেপি স্থানীয় নেতৃত্ব।কিন্তু বর্তমানে এই ফুলের উপর অনেক ভ্ৰমর আসার চেষ্টা করছে।কিন্তু এই ভ্ৰমররা যদি চলে আসে বা দলে থাকে তাহলে দলের ক্ষতি হবে এমনটাই ধারণা অনেকের।

bjp winning the election
নিজস্ব চিত্র

এর জন্য জনগণ যোগ্য জবাব দেবে।আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শান্তি কলোনিতে ৫ নং ওয়ার্ডে বিজেপির একটি বিজয় মিছিলের প্রাক্কালে এ কথা বলেন কালিয়াগঞ্জ বিজেপির বিধানসভার সংযোজক রূপক রায়।তিনি বলেন গ্রাম থেকে শহরে মানুষের আশীর্বাদ নিয়েই এই পদ্ম ফুল ফুটে গেছে নরেন্দ্র মোদির নেতৃত্বে। মানুষের গণতন্ত্রের জয় হয়েছে।

bjp winning the election
রূপক রায়।নিজস্ব চিত্র

দেশবাসীর জয় হয়েছে।রূপক বাবু আরো বলেন তাদের আশা পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর জেলা এবার উন্নয়নের দিক থেকে সামনের সারিতে এগিয়ে আসবে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী হাত ধরে কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বে।তার দাবি বহুদিন ধরে উত্তর দিনাজপুর জেলা শুধু পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিচিতি লাভ করে আছে কারণ এখানে শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে।

আরও পড়ুনঃ মুক্তির পর নেতাকে নিয়ে উল্লাসিত পদ্ম শিবির

bjp winning the election
নিজস্ব চিত্র

কারণ এখানে কেন্দ্রীয় স্তরের তেমন কোন ভাল বিদ্যালয়ের না থাকার জন্য প্রচুর ছেলে মেয়েরা শিক্ষার দিক থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে।তাছাড়া এখানকার মানুষদের জন্য সঠিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় বহু মানুষকে বাইরে যেতে হচ্ছে প্রতিনিয়ত চিকিৎসা সংক্রান্ত কাজে। তাই এবার এই জেলার মানুষ আশা করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এই জেলাতেও চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটবে। তিনি বলেন কালিয়াগঞ্জে পদ্ম ফুল ফুটে যাওয়ার পর এই ফুলকে নষ্ট করার জন্য কিছু অন্যান্য দলের লোক এই দলে আসার চেষ্টা করছে এবং দলের সিস্টেম কে নষ্ট করার চেষ্টা করছে।এই ভ্রমর দের ভারতীয় জনতা পার্টির সাথে সাথে জনগণ যোগ্য জবাব দিবে সময় আসলেই।তিনি বলেন আগামী দিনে তাদের লক্ষ্য কালিয়াগঞ্জ পৌরসভাকে বিজেপির ছত্রছায়ায় নিয়ে আসা।তাছাড়া তাদের আরও লক্ষ আগামী ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা বিজেপির দখল করা।তার বক্তব্য বাংলার তোলাবাজির দল তৃণমূল দলটা কে কি ভাবে বাংলার মাটি থেকে তুলে দেওয়া যায় সেটাই লক্ষ্য।এদিন বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রানা প্রতাপ, গৌতম বিশ্বাস সহ আরো অনেকে। বিজয় মিছিলকে কেন্দ্র করে এদিন বিজেপি কর্মী থেকে আরম্ভ করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here