নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
আমপান কান্ডে দুর্নীতির অভিযোগ তুলে বালুরঘাটে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চা। বুধবার বালুরঘাটে বিজেপি রাজ্য সম্পাদক রথীন বসু আম্ফান দুর্নীতিতে ক্যাগ তদন্ত নিয়ে সরব হওয়ার পর বালুরঘাটে মিছিল করে এসে জেলা প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বালুরঘাট বিজেপি মহিলা মোর্চা।
আরও পড়ুনঃ ‘প্যাক আপ’ লিখেই কী সরকারি পদ পেলেন মদন মিত্র! উঠছে প্রশ্ন
এদিন বালুরঘাট দক্ষিন দিনাজপুর জেলা শাসকের দপ্তরের গেটে বিজেপি মহিলা মোর্চা কর্মীরা হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। মহিলা মোর্চা সভানেত্রী পূর্ণিমা মন্ডল জানান, আমপান ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্রীয় সরকার যে হাজার কোটি টাকা দিয়েছে, তা নয়ছয় হয়েছে। আমপান নিয়ে সঠিক তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে এদিন জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখান তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584