নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে এবং চোপড়ায় ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের গ্রেফতার সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামল বিজেপির মহিলা মোর্চা৷ সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসককে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়েছিল বিজেপি।
এই কর্মসূচিতে যোগ দেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। বিভিন্ন জায়গা থেকে কর্ণজোড়া বাসস্ট্যান্ডে দলীয় কর্মী সমর্থকরা জমায়েত করেন। সেখানে কিছুক্ষণ বক্তব্য রাখেন অগ্নিমিত্রা পাল।
আরও পড়ুনঃ শুভেন্দুর বিজেপি যোগদান প্রসঙ্গে জল ঢাললেন শিশির
এদিকে করোনা আবহে বিজেপির এই ডেপুটেশন কর্মসূচি ঘিরে সামাজিক দূরত্ব এদিন কার্যত শিকেয় ওঠে বলে অভিযোগ৷ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গন্ডগোলের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়৷ আনা হয় জল কামানও। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল জেলা শাসকের দফতর৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584