মদের দোকানের সামনে বিজেপি-র মহিলা মোর্চার বিক্ষোভ

0
65

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

মদের দোকানের সামনে বিজেপি মহিলা মোর্চার প্রতীকী বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার কালিয়াগঞ্জে বিজেপি মহিলা মোর্চার সদস্যারা মদের দোকানের সামনে প্রতীকী বিক্ষোভ দেখান। বিজেপি মহিলা মোর্চার সদস্যাদের দাবি, মদ খেয়ে বাড়িতে গিয়ে অশান্তি করছে বাড়ির পুরুষেরা।

bjp women morcha protest front of wine shop | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ্য সরকারকে প্রত্যেকের রেশনের ব্যবস্থা করতে হবে। যতদিন না পর্যন্ত সকলের খাবারের ব্যবস্থা সরকার করতে পারবে, ততদিন মদের দোকান খোলা যাবে না।

আরও পড়ুনঃ গোরু পাচারকে কেন্দ্র করে গুলি, উত্তেজনা মালদহের সাহাপুরে

এই বিষয়ে স্থানীয় বিজেপি মহিলা মোর্চা নেত্রী দোলা মোদক বলেন, ‘যেখানে ঘরে ঘরে খাওয়ার রেশনটুকু নেই সেখানে রাজ্য সরকার মদ বিক্রির অনুমতি দিয়েছে।

আগে রেশনের ব্যবস্থা করতে হবে।’ তিনি জানান, মহিলাদের সংসার বাঁচানোর লক্ষ্যেই আজ আমাদের এই আন্দোলন। এদিন মহিলা মোর্চার আন্দোলনের কারণে অনেকে মদ কিনতে গিয়ে ফিরে যান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here