নদীয়া জেলাপরিষদে ঘাসফুলে মাঝে দুটি পদ্মফুটলেও বামফ্রন্ট শূন্য

0
89

শ্যামল রায়,নদীয়াঃ
সুষ্ঠুভাবে নির্বাচন হলে বিজেপির আসন সংখ্যা আরও অনেকটাই বেড়ে যেত এ কথা স্বীকার করে নিয়েছেন শাসকদলের নেতৃত্বে একটা অংশ। আর বিজেপি নেতৃত্ব অবশ্যই আশাবাদী হয়ে উঠেছেন আগামী দিন বাংলায় শাসন ক্ষমতায় আসছে বিজেপি।
বিজেপির আসন সংখ্যা বৃদ্ধিতে চিন্তিত জেলার তৃণমূল নেতারা। নেতাদের বলতে শোনা যাচ্ছে যে তৃণমূলের একটা অংশ এতটাই ক্ষুব্দ হয়ে পড়েছে যে এর অনেক ভোট তৃণমূল বিরোধী হিসাবে চিহ্নিত বিজেপির ভোট ব্যাংকে পড়েছে ।
তবে জেলায় অনেক নক্ষত্র পতন ঘটেছে বলে জানা গিয়েছে। কৃষ্ণনগর ১নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও ভোটে হেরে গিয়েছে সিপিএম প্রার্থীর কাছে। এই পঞ্চায়েত সমিতি এলাকায় জেলা পরিষদ আসনে অনেকের নক্ষত্র পতন হয়েছে।
জেলা পরিষদের বিজয়ী সহ-সভাপতি সারথি বিশ্বাস পরাজিত হয়েছেন। ওই আসনে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী। করিমপুর ১ নম্বর ব্লকে জেলা পরিষদের ৫ নম্বর আসনে বিজেপি প্রার্থী অজিতা রায় ভোটে জিতলেও পরে পরাজিত দেখানো হয়েছে। বিজেপির অভিযোগ গণনায় কারচুপি করেছে শাসক দল জয়ী প্রার্থীদের হারানো হয়েছে আর খাড়া প্রার্থীদের জেতানো হয়েছে।
নদিয়া জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৪৭টি।
তিনটি আসনে আগেই তৃণমূল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। ভোট হয়েছে ৪৪ টি আসনে।
মোট প্রার্থী ছিলেন১৯৮জন।
তৃণমূল৪২টি আসনে জয়লাভ করেছে অন্যদিকে দুইটি আসনে জয়লাভ করেছে বিজেপি সিপিএম একটি আসনে জয়ী হতে পারেনি। কৃষ্ণনগর ১ নম্বর ব্লকে জেলা পরিষদের আসনে বিজেপি প্রার্থী হিরণময় সরকার পরাজিত করেছে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তৃণমূলের প্রার্থী  সারথি ।
অন্যদিকে নাকাশিপাড়া জেলা পরিষদের ১৩ নম্বর আসনে তৃণমূল প্রার্থী শিলা পালকে হারিয়ে জয়লাভ করেছেন বিজেপির দেবস্মিতা চক্রবর্তী বিশ্বাসকে।
বিজেপির জেলা সভাপতি মহাদেব সরকার জানিয়েছেন যে তৃণমূল তিন দফায় সন্ত্রাস করল মনোনয়ন পেশ থেকে শুরু করে ভোটের দিন ও ভোট গণনার দিনেও ব্যাপক সন্ত্রাসে মধ্যে দিয়ে নিজেদের প্রার্থীকে জয়লাভ করিয়ে নেন।।
যদিও এই অভিযোগ মানতে নারাজ নদীয়া জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলার সভাপতি গৌরীশঙ্কর দত্ত জানিয়েছেন যে গণনার কোথাও কোনো কারচুপি হয়নি বিজেপি হেরে গিয়ে এসব ভুল কথা বলছে।
তবে অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেস নেতারা যাই বলুক বিজেপির একটা বাড়বাড়ন্ত জেলায় হয়েছে এটা মানছেন অনেকেই।

ফিচার ছবি সংগৃহীত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here