মনিরুল হক, কোচবিহারঃ
বাজার মধ্যে আটকে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের মারুগঞ্জ বাজার এলাকায়। ওই ঘটনার পর আহত ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। এলাকা উত্তেজিত থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। ওই ঘটনায় পর আক্রান্ত ওই বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে তুফান গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্ত ওই বিজেপি কর্মীর নাম মজিবুল ইসলাম (নান্টু)। তার বাড়ি ওই এলাকায়। জানা গেছে, মজিবুল ইসলাম বাড়ি থেকে মারুগঞ্জ বাজারে এসেছিল সন্ধ্যা বেলায়। সেখানে বন্ধুদের সাথে কথা বলতে সাড়ে ৮ টা বাজে। সেই সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা এসে তাঁকে মারধোর করে। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। তখন ওই তৃণমূল কর্মীরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে তাঁকে উদ্ধার করে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ তুফানগঞ্জে গরু পাচারকারীদের হাতে আক্রান্ত জওয়ান
যদিও বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। তাদের দাবি, বিজেপি মণ্ডল সভাপতি নিয়ে বর্তমানে গোষ্ঠী শুরু হয়েছে। তার ফলে নিজেদের ঝামেলাকে তৃনমূলের গায়ে লাগিয়ে দিয়ে মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করছে বিজেপি। তাতে কোন লাভ হবে না। কারন সম্প্রতি রাজ্যের তিনটি উপনির্বাচনে মানুষ বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584