সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
তৃণমূল কংগ্রেসের জুলপিয়া গ্রাম পঞ্চায়েতের ১৩৩ নম্বর বুথের সদস্য সমীর নস্করকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপি। থানায় অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের, এলাকায় বিশাল পুলিশ বাহিনী, গ্রেফতার ৫ জন। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তবে সূত্র মারফত জানা যায় বিষ্ণুপুরের বলাখালি হাটে কর্মতীর্থ গড়ে উঠে, গতকাল রবিবার বিকালে সেই কর্মতীর্থে গ্লসাইন রড লাগান ঠিকেদারের কর্মীরা, তার পর থেকেই এলাকায় গুজব ছড়ায় সেখানে মাদ্রাসা হচ্ছে।
মুহূর্তেই এলাকায় জড় হয় হাজার কয়েক লোকজন, উত্তেজিত জনতা ভাঙচুর চালান ওই কর্মতীর্থে। ভাঙচুর করা হয় একাধিক ঘরে, ইট বাঁশ দিয়ে ভাঙা হয় প্রতিটি জানালা। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনি গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
জুলপিয়া গ্রাম পঞ্চায়েতের বলাখালি শতাব্দী প্রাচীন হাট, সেখানে রাজ্য সরকারের উদ্যোগে এই হাট সংস্কারের সিদ্ধান্ত নেয়, সেইমত ২০১৯ সাল থেকে কাজ শুরু হয়েছিল, কথামত এলাকার ৭০ টি দোকান ঘর ২০২০ র এপ্রিলেই হস্তান্তর হওয়ার কথা।
আরও পড়ুনঃ ট্রাক্টরের নীচে চাপা পড়ে জখম ২ যুবক
রবিবার বিকালে গ্লসাইন রড লাগালে সমস্যা তৈরি হয়, রডে লেখাছিল সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার বলাখালি হাট-বিষ্ণুপুর-১ দক্ষিণ ২৪ পরগনা। আর সেই লেখাকে কেন্দ্র করে এলাকায় গুজব ছড়ায় সেখানে মাদ্রাসা হচ্ছে সেখানে কোন হাট থাকছে না। এর পরই এলাকার দোকানদার ও গ্রামের মানুষজন জর হয়ে ভাঙচুর শুরু করে।
এরপরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক উস্কানির অভিযোগ তোলেন, নাম না করেই বিজেপিকে পাশাপাশি তাদের তিনজন কে হেনস্তার অভিযোগ করেন, যদিও বিজেপি পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়।
এলাকায় চাপা উত্তেজনা থাকায় গতকাল রাত থেকেই পুলিশ মতায়েন করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584