নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বিজেপি করেন বলে ১০০ দিনের কাজে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এর প্রতিবাদে পথ অবরোধে শামিল হলেন শ্রমিকরা।
মেদিনীপুর সদর ব্লকের বনপুরা গ্রাম পঞ্চায়েতের কুমারপুর গ্রামে ১০০ দিনের কাজের শ্রমিকরা মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঝুড়ি, কোদাল সঙ্গে নিয়ে তাঁরা পথ অবরোধে শামিল হন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ১০০ দিনের কাজে যোগ দিতে গেলে তৃণমূল নেতারা তাদের কাজে যোগ দিতে বাধা দেন। কারণ, তাঁরা নাকি বিজেপি করেন।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে প্রতিটি রেল স্টেশনে অবস্থান বিক্ষোভ তৃণমূলের
উল্লেখ্য, গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে। যাঁরা জব কার্ড নিয়ে কাজ চাইতে গিয়েছিলেন, তাঁরা বিজেপি করেন বলে অজুহাত দিয়ে তাদের কাজ করতে বাধা দেওয়া হয়।
এরপরই তারা পথ অবরোধ করেন। দীর্ঘক্ষণ পর পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার ব্যবস্থা করে। এই বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584