নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে জনসভা করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ সেই জনসভায় যোগ দিতে যাওয়ার পথে মেদিনীপুর শহরের পাশেই কাছে ধর্মাতে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটল ৷
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে সমগ্র এলাকাজুড়ে, এই ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।বিজেপি কর্মীরা যখন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থেকে ধর্মা হয়ে হলদিয়ার পথে রওনা দিচ্ছিলেন ঠিক সেইসময় চলন্ত গাড়িতে ইঁট ছুড়ে গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ বিজেপি কর্মীদের ।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বাইক মিছিল
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ইটের ঘা এ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে ৷ ঘটনায় ব্যাপক উত্তেজনা সমগ্র এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584