ফুল বদল দক্ষিণ দিনাজপুরে

0
22

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

বিজেপির প্রাক্তন সহ-সভাপতি তথা বর্তমান জেলা সম্পাদক, বিজেপি শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সহ প্রায় চার হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন বলে দাবি দক্ষিণ দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষের।

join tmc | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন বালুরঘাট শহরের সাহেব কাচারি এলাকায় উৎসব ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘদিনের পুরাতন বিজেপি নেতা ও কয়েক হাজার কর্মী তৃণমূলের পতাকা তুলে নেন। দলে আসা বিজেপি নেতা কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ।

joined bjp | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মেদিনীপুরের স্পোর্টস কমপ্লেক্সে বেবি ফুটবল লিগের সূচনা করলেন দিলীপ ঘোষ

এদিনই সকালে বালুরঘাটের কামারপাড়ায় এবং বিকেলে জেলার বুনিয়াদপুর এলাকার তৃণমূলসহ বিভিন্ন দল থেকে আসা কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছিলেন বিজেপির বালুরঘাটের সংসদ সদস্য সুকান্ত মজুমদার।

অপরদিকে একই দিনে পাল্টা চাল দিয়ে বিজেপির বহু পুরাতন কর্মী এবং পদাধিকারীদের বিজেপি থেকে তৃণমূলে এনে চমক দিলেন তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ।

বিজেপির বালুরঘাট শহর কমিটির প্রাক্তন সভাপতি তথা বর্তমান জেলা সম্পাদক মিঠু মহন্ত এবং শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শ্যাম সুন্দর সাহা জানান, জেলায় বিজেপির সংগঠন যেভাবে চলছে তার প্রতিবাদে এবং সি এ এ, এন আর সির বিরুদ্ধে এদিন তারা কয়েক হাজার কর্মী নিয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here