ঝাড়গ্রামের জনসভায় পার্থর হাত ধরে বিজেপি নেতা কর্মীদের তৃণমূলে যোগদান

0
92

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

bjp workers joined to tmc at jhargram 2
নিজস্ব চিত্র

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সভার পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ঐ একই জায়গায় পাল্টা সভা করলো পার্থ চট্টোপাধ্যায়।সিপিএম এর নব নির্বাচিত পঞ্চায়েত মেম্বার মহাশীষ মাহাত সহ ৩৫০ জন এবং জাম্বনী ব্লকের জয়ী পঞ্চায়েত মেম্বার সবিতা খিলাড়ি সহ ৫০০ জন কর্মী তৃনমূলে যোগদান করে।সভা মঞ্চ থেকে তাদের দলীয় পতাকা তুলে দেন দলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।পার্থ চট্টোপাধ্যায় বলেন,”সিপিএমের অন্যতম নেতা মহাশীষ মাহাত,জামবনী ব্লকের চিচিড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য সরস্বতী গিরি, কেন্দডাংরি অঞ্চলের বিজেপির প্রধান সবিতা খিলাড়ী তৃণমূলে যোগ দিয়েছেন।আরও এক ডজন জনপ্রতিনিধি ও নেতাদের বিশ্রামে রেখেছি।যারা বিজেপি থেকে তৃণমূলে যোগ দিতে চাই।দিলীপবাবুর ঘুম এবার বন্ধ হবে। কারণ পরিবারেরও ভাঙন আসছে।”

আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুর পরিবেশ মেলার উদ্বোধনে পরিবেশ মন্ত্রী

ঝাড়গ্রামের গড়শালবনীর একই মাঠেই হয় সভা।উপস্থিত ছিলেন দলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও একাধিক নেতৃত্ব।পার্থ বাবু আগেই হুঁশিয়ারী দিয়েছিলেন যে সেদিন শুধু ঝাড়গ্রাম জেলার মানুষ মাঠ ভরিয়ে তুলবে তাদের বাইরের জেলা থেকে লোকজন কে নিয়েই সভায় মাঠ ভরাতে হবেনা বিজেপির মত।তৃণমূলের এই সভাকে ঘিরেই প্রত্যেক ব্লকের অঞ্চলে অঞ্চলে চলছিল জোরকদমে মিটিং মিছিল।জেলার চারটি বিধানসভা থেকে কাতারে কাতারে লোক মাঠ ভরিয়ে তোলে।মানুষ মুখিয়ে ছিল আজকের জনসভাকে ঘিরে।রাজনৈতিক মহল বলছিল শুধু সময়ের অপেক্ষা রাজ্যের শাসক দল ও নেত্রী সম্পর্কে যা অসভ্য ভাষায় কথা বলে গেছিলেন কেন্দ্রের বস্ত্র মন্ত্রী তার মোক্ষম জবাব দেবে জনগন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here