শুভশ্রী মৈত্র, কলকাতাঃ
শেষ বেলার প্রচারে দু’বার জয় শ্রীরাম স্লোগান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে। এদিন সকালে রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে নন্দীগ্রামের উদ্দেশে যাচ্ছিল মমতার কনভয়। তখনই একদল বিজেপি কর্মী দিদির গাড়ির কাছে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। পুলিশ সরিয়ে দেয় তাদের।
এরপর মহম্মদবাজারের কাছে আবার একদল বিজেপি কর্মী মমতার কনভয়ের দিকে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে যেতে থাকে। নিরাপত্তারক্ষীরা তখনও ওই বিজেপি কর্মীদের সরিয়ে দেয়।
আরও পড়ুনঃ নাটকের বক্তব্য ‘না পসন্দ’, বাসন্তিতে বিজেপি কর্মীরা বন্ধ করল ‘ইঁদুরকল’ নাটকের প্রদর্শন
২০১৯ এর লোকসভা ভোট থেকে এই সংস্কৃতির আমদানি বাংলায়, সেই ট্র্যাডিশন এখনো চলছে। প্রথমবার ঘাটালে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান দিতেই উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে তেড়ে গিয়েছিলেন মমতা।
আরও পড়ুনঃ বাহিনীকে গুলি চালানোর ‘ফ্রি হ্যান্ড’, আতঙ্কিত ভোট কর্মী থেকে সাধারণ মানুষ
এরপর ভাটপাড়াতেও একই ঘটনা ঘটে তাতে বিশেষ উত্তেজনা দেখাননি মুখ্যমন্ত্রী। আর এবারে শেষ বেলার প্রচারে এই ঘটনায় কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে হয়তো বুঝিয়ে দিলেন বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584