মুর্শিদাবাদে বিজেপি যুব মোর্চার বাইক র‌্যালি আটকালো পুলিশ

0
74

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বানজেটিয়া ব্রহ্ম কালী মন্দির থেকে একটি মিছিল বার হওয়ার কথা ছিল, যদিও সেই মিছিল শুরুতেই আটকায় পুলিশ প্রশাসন। বিজেপির জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষের বক্তব্য,”তৃণমূল কংগ্রেসকে খুশি রাখতে এই উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন।”

BJP rally | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি আরো বলেন, সারা রাজ্য জুড়ে বিজেপি ৫ তারিখ পর্যন্ত কর্মসূচি নিয়েছে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক নিয়ম মেনে এই মিছিলের। কিন্তু পুলিশ প্রশাসন বাইক মিছিল করতে দেয়নি।

Murshidabad BJP rally | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপি জেলা সভাপতি জানান, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। বাংলার গণতন্ত্রকে হত্যা করছে মমতা ব্যানার্জির সরকার। কেন বিজেপির শান্তিপূর্ণ মিছিল আটকে দেওয়া হচ্ছে যেখানে কোন মানুষের কোন অভিযোগ নেই এর জবাব পুলিশ প্রশাসনের কাছে জানতে চাওয়া হবে, বলে তিনি জানান।

আরও পড়ুনঃ অভিষেককে চোর-ডাকাত বলে কটাক্ষ সৌমিত্রর, পাল্টা মামলার হুমকি তৃণমূলের

বাইক মিছিল আটকে দিলেও মাইকে প্রচারের মাধ্যমে পুলিশ প্রশাসন কতটা মানবিক সেটা মানুষের কাছে তুলে ধরা হবে বলে গৌরী বাবু জানিয়েছেন। বাইক মিছিল না হওয়ায় বিজেপি কর্মী সমর্থকরা পায়ে হেঁটে কিছুদূর মিছিল করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here