৬ অক্টোবর নবান্ন অভিযান বিজেপি’র যুব মোর্চার

0
42

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুরে এসে বিজেপির রাজ্য যুব সভাপতির অভিযোগ,”পশ্চিমবঙ্গে এখন একটাই শিল্প তোলা শিল্প।” নির্বাচনের হাওয়া পালে লাগাতে তাই ৬ অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি’র যুব মোর্চা।

Soumitra Khan | newsfront.co
সৌমিত্র খাঁ, সাংসদ। নিজস্ব চিত্র

আর তাই আজ দক্ষিণ দিনাজপুর জেলায় এসে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ এক সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে কড়া আক্রমণ করেন। তার আরও অভিযোগ দক্ষিণ বঙ্গের মতো এই উত্তরের সীমান্ত জেলা থেকেও কোটি কোটি টাকা লোক মারফৎ তোলা তুলে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়।

আর সেই শিল্পের মালিক এক এবং অদ্বিতীয়ম তৃণমূলের যুব সভাপতি বলে তার অভিযোগ। তিনি জানান, পশ্চিমবঙ্গের মানুষ এই শিল্প থেকে মুক্তি চাইছেন এবং চাইছেন রাজ্যে সত্যি করে কলকারখানা হোক। যাতে বেকার যুবক যুবতীরা তাদের বেকারত্বের জীবন থেকে মুক্তি পেতে পারে।

আরও পড়ুনঃ মোদীর হাতে রাজনৈতিক মূলধন আছে আর মাত্র ছ’মাসেরঃ সুব্রমনিয়ম স্বামী

লক্ষ্য ২১–এর বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে দলের আন্দোলনে গতি আনতে, শাখা সংগঠনগুলিকে চাঙ্গা করতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই এই মর্মে জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বিজেপির শাখা সংগঠনগুলির নানা কর্মসূচি। সে দিকে লক্ষ্য রেখেই আরও একধাপ এগিয়ে যুব মোর্চার তরফে ৬ অক্টোবর নবান্ন ঘেরাও অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

আজ সেই নবান্ন অভিযানকে সফল করতে এই জেলায় এসেছেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তিনি আজ দিনভর জেলা যুব মোর্চার নেতৃত্বর সাথে দলের রণনীতি ও কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি আগামী ৬ অক্টোবর যাতে নবান্ন অভিযানে এই জেলার যুব মোর্চার প্রচুর কর্মী, সমর্থক ও সদস্যরা কলকাতায় যায় সে নিয়েও তিনি সকাল থেকে কয়েক দফা বৈঠক করেন।

আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে বিশ্বভারতীর প্রাচীর কাণ্ডে তদন্ত করবে চার সদস্যের কমিটি

মাস খানেক আগে যুব মোর্চার সভাপতির দায়িত্ব পেয়েই ঝাঁপিয়ে পড়েন সৌমিত্র খাঁ। রাজ্যের তৃণমূল বিরোধী আন্দোলনকে জোরদার করতে রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি। জেলায় জেলায় আয়োজন হচ্ছে নানা কর্মসূচির।

এবার সৌমিত্রর নজর নবান্নে।গতকাল তিনি শিলিগুড়িতে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে উত্তর দিনাজপুরে রাত কাটিয়ে আজ সকালে বালুরঘাটে এসে পৌঁছন। আর বালুরঘাটের মাটিতে পা দিয়েই তিনি তৃণমূলের বিরুদ্ধে হুংকার ছাড়েন।

যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ জানিয়ে বলেন, “এই সরকার দুর্নীতিতে আপাদমস্তক নিমজ্জিত। এই সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। মানুষের কথা এদের কানে পৌঁছায় না। তাই মানুষের দাবি সরকারের কানে পৌঁছতে আমরা নবান্ন অভিযানে নামব।”

আরও পড়ুনঃ দিন দিন বোমা তৈরির কারখানা হয়ে উঠছে রাজ্য, ফের বিস্ফোরক রাজ্যপাল

পাশাপাশি তার আরও অভিযোগ,”যে ভাবে মুর্শিদাবাদ ও মালদার কালিয়াচক থেকে এন আই এ আলকায়দা জঙ্গী গোষ্ঠীর লোকজনকে ধরছে। তাতে এই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে।”

সৌমিত্র খাঁ জানান, ইসলামপুরের দাড়িভিটেতে পুলিশের গুলিতে নিহত স্কুল ছাত্র রাজেশ ও তাপস শুধু মাত্র বাংলা শিক্ষক চাইতে গিয়ে শহীদ হয়েছিল। তাই এবার থেকে রাজ্য যুব মোর্চা এই দুই ছাত্রের স্মরণে শহীদ দিবস রাজ্য জুড়ে পালন করবে বলে তিনি সাংবাদিক বৈঠকে জানান।

উল্লেখ্য, কিছুদিন আগেই যুব মোর্চার নতুন কমিটি গঠন হয়েছে। প্রথমে সেই কমিটির তালিকা নিয়ে রাজ্য বিজেপির অন্দরে অসন্তোষ থাকলেও পরে কেন্দ্রীয় হস্তক্ষেপে তা মিটমাট হয়ে যায়। নতুন কমিটির তালিকা অনুমোদন পাওয়ার পরেই জেলায় জেলায় সক্রিয় হতে দেখা গিয়েছে যুব মোর্চাকে।

ইতিমধ্যেই যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ- র নেতৃত্বে বিজেপি জেলায় জেলায় একাধিক ইস্যুতে আন্দোলন শুরু করেছে। এবার আরও একধাপ এগিয়ে, নবান্ন ঘেরাওর মধ্যে দিয়ে সরকার বিরোধী আন্দোলনকে আরও বৃহত্তর রূপ দেওয়ার চেষ্টা করছে রাজ্যের প্রধান বিরোধী দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here