নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে ফের দলীয় রদবদল ঘটলো পশ্চিম মেদিনীপুর বিজেপি নেতৃত্বের মধ্যে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তা বহিরপ্রকাশ হয়, যেখানে বিজেপি জেলা সভাপতি সুমিত কুমার সহ জেলার ডিআরও গৌতম ব্যানার্জি এবং একাধিক বিজেপি নেতৃত্বের রদবদল করা হয়।
এদিন বক্তব্য রাখতে গিয়ে গৌতম ব্যানার্জি বলেন খড়্গপুরের কেউ ছিনিয়ে নিতে পারবে না অর্থাৎ এক ক্ষেত্রে বলা যেতে পারে খড়্গপুরের বিজেপির জয় নিশ্চিত সেটা আরেকবার পরিষ্কার করে দিলেন বিজেপি নেতৃত্ব। অন্যদিকে নির্দল প্রার্থী তথা খড়্গপুরের এক সময় বিজেপির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত প্রদীপ পট্টনায়কের সাপেক্ষে তিনি বলেন প্রদীপ বাবু অনেক পুরাতন রাজনীতিবিদ তবে বর্তমানে যেভাবে যুবসমাজ এগিয়ে আসছে তাদেরকে জায়গা দিতে হবে অর্থাৎ সকল নেতৃত্বকে সুযোগ দেওয়া হবে এমনই মন্তব্য করেন গৌতম ব্যানার্জি।
এছাড়াও তিনি আরও বলেন বর্তমানে তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা আছে যারা এখনো যোগাযোগ রেখেছে তার মধ্যে বিধায়ক রয়েছে যারা দিলীপ ঘোষের সঙ্গে এখনও দেখা করতে চাইছেন। তাহলে বোঝাই যাচ্ছে যে আবার আগামী দিনে তৃণমূলের বড়সড় ভাঙ্গন ঘটতে পারে তা এবার পরিষ্কার করে দিলেন গৌতম ব্যানার্জি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584